13yercelebration
ঢাকা

ভেলুপিল্লাই প্রভাকরণ, নিপীড়িত সংখ্যালঘুদের প্রেরণা

Link Copied!

শ্রীলঙ্কায় সিংহলী-বৌদ্ধ জাতীয়তাবাদী সরকার যখন (তামিল)হিন্দু গণহত্যা শুরু করেছিল, তখন রুখে দাঁড়িয়েছিলেন ভেলুপিল্লাই প্রভাকরণ। নম্র-ভদ্র-লাজুক প্রকৃতির প্রভাকরণ গড়ে তুলেছিলেন, ‘এলটিটিই’ নামক সশস্ত্র সংগঠন। প্রভাকরণ বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে, সিংহলী সেনাবাহিনীর উপর গেরিলা হামলা চালাতেন। প্রভাকরণের বীরত্বে সিংহলী সেনাবাহিনীর নাভিশ্বাস উঠে গিয়েছিল।

শ্রীলঙ্কা সরকার, ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কাছে সামরিক সাহায্য প্রার্থনা করেছিল। ভারতীয় সেনাবাহিনী শ্রীলঙ্কায় প্রবেশের পর, যুদ্ধের মোড় সম্পূর্ণ ঘুরে যায়। কোণঠাসা হয়ে পড়ে প্রভাকরণের এলটিটিই। তামিলভাষী সংখ্যালঘু হিন্দুরা দলে দলে শ্রীলংকা ত্যাগ করতে থাকে। বিশ্বনাথ প্রতাপ সিং ক্ষমতায় এসে, শ্রীলঙ্কা থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার করে নিয়েছিলেন; কিন্তু ততদিনে তামিল হিন্দুদের সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে!

থেনমুলি রাজারত্নম ধনু নামক একজন তামিল হিন্দু নারীর নিরাপরাধ স্বামীকে হত্যা করেছিল ভারতীয় সেনাবাহিনী। ২২ বছর বয়সী থেনমুলি রাজারত্নম ধনু – আত্মঘাতী হামলা চালিয়ে রাজীব গান্ধীকে হত্যা করার মধ্য দিয়ে, স্বামী-হত্যার প্রতিশোধ নিয়েছিলেন।

২০০২ সালে নরওয়ের মধ্যস্থতায় এলটিটিই ও শ্রীলঙ্কা সরকারের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছিল। মহিন্দ রাজাপক্ষ ক্ষমতায় এসে, শান্তিচুক্তি ভঙ্গ করে তামিল হিন্দুদের উপর পুনরায় আক্রমণ চালিয়েছিলেন। সম্মুখ সমরে বীরগতিপ্রাপ্ত হন প্রভাকরণে স্ত্রী মাথিবাদিনী, মেয়ে দ্বারকা, বড় ছেলে এলটিটিই’র বিমান শাখার প্রধান চার্লস অ্যান্টনি এবং ছোট ছেলে ১২ বছরের বালাচন্দ্রন। স্ত্রী-সন্তানদের হারানো সত্ত্বেও প্রভাকরণের মনবলে একটুও চিড় ধরেনি। সংখ্যালঘু তামিলদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে- তিনি ভীম বিক্রমের যুদ্ধ চালিয়ে গেছেন।

২০০৯ সালে ভেলুপিল্লাই প্রভাকরণ বীরগতিপ্রাপ্ত হন। শ্রীলঙ্কার তামিলরা মাথা নত করতে বাধ্য হয়। প্রভাকরণের মৃতদেহ সনাক্ত করার পর, সিংহলী সৈন্যরা তাকে গার্ড অফ অনার দিয়ে- শ্রদ্ধা প্রদর্শন করেছিল। তাতে উগ্র সিংহলী-বৌদ্ধরা ক্ষেপে গিয়েছিল। তখন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল : “প্রভাকরণের কারণে শ্রীলঙ্কার হাজার হাজার সৈন্য নিহত হয়েছে ঠিকই; কিন্তু প্রভাকরণ ক্ষুদ্র গেরিলা বাহিনী নিয়ে, একটি বৃহৎ কনভেনশনাল আর্মির বিরুদ্ধে যে অভূতপূর্ব রণকৌশল প্রদর্শন করেছিলেন – আমরা সেই বীরত্বের প্রতি সামরিক কায়দায় শ্রদ্ধা প্রদর্শন করেছি।”

আমেরিকা শ্রীলংকার বিরুদ্ধে হিন্দু গণহত্যা তথা যুদ্ধাপরাধের প্রস্তাব এনেছিল জাতিসংঘে। ভারতের হিন্দুত্ববাদী দলগুলো তখন শ্রীলংকার পক্ষে ওকলাতি করেছিল।

বাল্যবয়সে ভেলুপিল্লাই প্রভাকরণ ছিলেন আমাদের হিরো – নেপোলিয়ন বোনাপার্ট। মূলত প্রভাকরণের বীরত্বে উদ্বুদ্ধ হয়ে, আশির দশকের মাঝামাঝি সময়ে আমরা গ্রাম বাংলায় হিন্দু উচ্ছেদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে সচেষ্ট হয়েছিলাম ক্ষুদ্র পরিসরে। গৃহশত্রু বিভীষণদের কারণে আমরা যদিও খুব বেশি দিন টিকে থাকতে পারিনি। বিভীষণরা ভিন্ন ধর্মের সশস্ত্র ভূমিদস্যদের পথ দেখিয়ে নিয়ে আসতো। এবং আমাদের দুর্বল করে দিতে- একজনের কানে অপরজনের বিরুদ্ধে বানোয়াট কানকথা লাগাতো।

বিভীষণরা সংখ্যায় অনেক অল্প হলেও, এরা এক-একজন একশো জনের ক্ষমতা রাখতো। স্বজাতির সর্বনাশ করতে- বিভীষণরা যে বিধর্মী ভূমিদস্যদের ডেকে এনেছিল, সেই ভূমিদস্যুরাই এদের স্ত্রী-কন্যাদের দিকে লোলুপ দৃষ্টি দিয়েছিল। বিভীষণরা রাতের অন্ধকারে ভারতে পালিয়ে গেছে। সেখানে গিয়েও তারা বদমাইশি ছাড়তে পারেনি।

http://www.anandalokfoundation.com/