× Banner
সর্বশেষ
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা পাইকগাছার গদাইপুর বাজারে গাছের চারার হাট জমে উঠেছে ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু, নবজাতকসহ আহত ৪ তামাক চাষ বাড়লে, বিলুপ্ত হবে ইলিশ কালকিনিতে প্রধান শিক্ষকের চোখ ক্ষতিগ্রস্থের ঘটনায় ৪দিনেও মামলা নেয়নি পুলিশ, ভুক্তভোগি ভর্তি হাসপাতালে কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী ভারতের কারাভোগ শেষে বাংলাদেশি এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন হিন্দু-মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই: খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য

পিআইডি

ভূমি মন্ত্রণালয়ের সকল কার্যক্রম দৃশ্যমান হতে হবে -এএসএম সালেহ আহমেদ

অনলাইন ডেক্স
হালনাগাদ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
কার্যক্রম দৃশ্যমান হতে হবে

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেন; সকল কার্যক্রম দৃশ্যমান হতে হবে। কার্যক্রম এমনভাবে হওয়া উচিত যেন তা সকলের জন্য সুস্পষ্ট এবং সহজে বোঝা যায়। এর মধ্যে স্বচ্ছতা ও জনগণের জন্য সহজে প্রবেশগম্যতা অন্তর্ভুক্ত। সভায় ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ. এস. এম. সালেহ আহমেদ এর সভাপতিত্বে ‘মাসিক সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়।

সভায় ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয় ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভার কার্যবিবরণী থেকে জানা যায়, সভায় ভূমি দপ্তরের কার্যক্রমের অগ্রগতি এবং ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও, ভূমি অফিসের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে করণীয় বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।

ভূমি সংস্কার বোর্ডের অধিন ‘ময়মনসিংহ  বিভাগ পাইলটিং হিসেবে সারাদেশে খননযোগ্য সরকারি ইজারাযোগ্য জলমহল,উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কাঁচারি পুকুর ও অন্যান্য সরকারি ইজারাযোগ্য জলমহল সংস্কার ও খনন’ শীর্ষক প্রকল্পের ডিপিপি প্রণয়নের জন্য পত্র প্রেরণ করা হয়েছে। সভায়বাংলাদেশের অমূল্য রাষ্ট্রীয় রত্ন দরিয়া-ই-নূর নিয়েও আলোচনা হয়।;জানান ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান(সচিব) এজেএম সাহাবুদ্দিন এছারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ১১১৫ জন লোকবল নিয়োগের মৌখিক পরীক্ষা ১৩ আগস্ট শেষ হবে বলে জানায়।

রাজউক পূর্বাচলের ১৭টি মৌজার মধ্যে ১৬ টি মৌজায় এ পর্যন্ত ৫৭৭৬১টি দাগের তসদিককৃত খতিয়ান খোলা হয়েছে ২৭৫৮৭ টি মৌজায় পিলার ও মান নির্ণয় সম্পন্ন হয়েছে। ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষনরত ১০০জনের প্রশিক্ষণ আগামী ১৪ আগষ্ট শেষ হবে এর পরেই আবার নতুন কোর্সের প্রশিক্ষণ শুরু হবে। কোর্স পরিচালনায় জন্য অগ্রীম টাকা উত্তোলনের নিমিত্ত পত্র প্রেরণ করা হয়েছে। এছাড়াও প্রশিক্ষণ কেন্দ্রের জন্য একটি অডিটরিয়াম নির্মণ নিয়েও বিস্তর আলোচনা হয়। চারটি আঞ্চলিক ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিমার্ণের উদ্যোগ নেয়া হয়েছে।

এই সমন্বয় সভা ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

সভায় ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান(সচিব)  এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী;ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান   ড. মোঃ মাহমুদ হাসানসহ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..