ইংরেজি নববর্ষ ২০২০ উপলক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপি আজ শুভেচ্ছা বিনিময় করেন।
আজ বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর/ সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের গত এক বছরে তাঁর সাথে সহমতে থেকে কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২০২০ সাল বিশেষ তাৎপর্যপূর্ণ উল্লেখ করে মন্ত্রী সবাইকে আরও ভালোভাবে নিজ নিজ দায়িত্ব পালন করে জনগণের সেবা করে যাওয়ার জন্যে অনুরোধ করেন। এ সময় মন্ত্রী আরও উল্লেখ করেন ভূমি মন্ত্রণালয় এখন রিফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে।
এ সময় ভূমি সচিব মোঃ মাক্ছুদুর রহমান উপস্থিত সবাইকে সরকারি কর্মচারীদেরকে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক অনুশাসন পাঠ করে শোনান।