14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইরানের ভুল মিসাইল হামলায় মৃত্যু হল ১৭৬ জন মানুষের

Ovi Pandey
January 11, 2020 8:46 pm
Link Copied!

ইরানের অনিচ্ছাকৃত ভুলের জন্যই মৃত্যু হল ১৭৬ জন মানুষের । ভুল করে নাকি ইউক্রেনের বিমানে মিসাইল ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে ইরান। শনিবার ইরানের তরফে এই বিবৃতি দেওয়া হয়েছে। মিসাইল ছুড়ে ইউক্রেনের বিমান ধ্বংস করার অভিযোগ উড়িয়েছিল তেহরান। তবে, শনিবার সেই দাবি থেকে সরে এসে দোষ কবুল করল ইরান। তেহরান জানিয়েছে, ‘অনিচ্ছাকৃতভাবেই’ ইরানী সেনার আক্রমণে ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি ধ্বংস হয়েছে। এই দুর্ঘটনা ‘ভুলবশত’ বলে দাবি করেছে ইরান।

গত বুধবার ইরানের ইমাম খোমেইনি বিমানবন্দর থেকে টেক-অফ করার পরই ইউক্রেন আন্তর্জাতিক বিমানসংস্থার বোয়িং ৭৩৭ ভেঙে পড়ে। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা বলে জানানো হয়। এতে নিহত হন ১৭৬ জন। দু’দিন পরে আমেরিকা একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে যে, মিসাইলেই ধ্বংস হয়েছে ওই বিমান।

১০ সেকেন্ডের ওই ভিডিওতে কোন একটা বস্তুর আঘাতে বিমানটিতে আগুন ধরে যেতে দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরই প্রচণ্ড শব্দে এটি বিষ্ফোরিত হয়। তাদের দাবি, তেহরান বিমানবন্দর থেকে ওড়ার পরই এতে কিছু একটা আঘাত হানে। এতে বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়। ওই অবস্থায় পাইলট বিমানটিকে আবার তেহরানে ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু কয়েক মিনিট পরই এটি বিষ্ফোরিত হয়ে সব যাত্রী ও ক্রু নিহত হন।

http://www.anandalokfoundation.com/