দিনাজপুর থেকে নাজমুল ইসলাম নয়ন ॥ বৈশিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব জনিত কারণে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দিনাজপুর এর আয়োজনে ১০ মে রোববার সকালে জেলা আনসার ভিডিপি কার্যালয়ে সেচ্ছাসেবী ভিডিপি সদস্য/সদস্যাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সদরের পৌর এলাকা সহ বিভিন্ন ইউনিয়ের মোট ৩শত পরিবারের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে সকল উপজেলার এই কার্যক্রম উদ্বোধন করেন হিলি-হাকিমপুর ১১ ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট(অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মোঃ আব্দুল মজিদ।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ আবু সাঈদ, সদর উপজেলার আনসার ভিডিপি’র প্রশিক্ষক মোছাঃ মর্জিনা বেগম, মোঃ পলাশ মিয়া ও অন্যান্য আনসার ভিডিপি’র কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য যে, রংপুর রেঞ্জের মোট ৮ জেলার ৫৮টি উপজেলার প্রতিটি উপজেলার ৩শত পরিবার মোট ১৭ হাজার ৪শত পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী প্রদান করা হবে এবং দিনাজপুর জেলায় মোট ৩হাজা ৯শত উপকার ভোগী পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। উপকার ভোগী প্রতিটি পরিবারের মাঝে চাল ৫ কেজি, ডাল ১কেজি, তৈল ১ লিটার, আলু ২ কেজি, পেঁয়াজ কেজি, সাবান ১টি ও মাস্ক ১টি বিরণ করা হয়।