14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারী বৃষ্টিতে রোপনকৃত আমন ধানের ক্ষেত তলিয়ে ক্ষতি সাধন

Rai Kishori
August 17, 2019 8:05 pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় কয়েক দিনের একটানা বর্ষণের পর শুক্রবার দিবাগত ভোর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ভারী বর্ষণে পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে রোপনকৃত আমন ক্ষেত পানিতে তলিয়ে আছে।

গদাইপুর সহ বিস্তির্ণ এলাকার বৃষ্টির পানি বোয়ালিয়া খামারের ছোট খাল দিয়ে নিষ্কাষন হয়। ভারী বর্ষণে একেতো খামারে ৩৭ একর রোপনকৃত চারা তলিয়ে আছে, তার উপর এলাকার পানি খামারের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন রোপনকৃত ধানের চারা পানিতে ভেসে যাচ্ছে। এ ব্যাপারে খামারের সিনিয়র সহকারী পরিচালক কামাল উদ্দীন মোল্লা জানান, কয়েক দিনের বৃষ্টিতে খামারের আমন ধানের চারা রোপন পুরাদমে এগিয়ে চলছিল।

এ পর্যন্ত ৩৭ একর আমন ধানের চারা রোপন করা হয়েছে। আরো ১১ একর জমিতে রোপন করতে বাকী রয়েছে। এর মধ্যে শুক্রবার রাত ও শনিবার সকালের ভারী বর্ষণে পুরা খামার পানিতে তলিয়ে গেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে পানি নিষ্কাষন হলে রোপনকৃত চারা খুববেশি ক্ষতি হবে না। তবে খামারের উপর দিয়ে পানির ¯্রােত বয়ে যাওয়ায় রোপনকৃত চারা উপড়ে পানিতে ভেসে গেছে। ভেসে যাওয়া ধানের চারা জায়গায় নতুন চারা রোপন করতে হবে। তবে পানি নিষ্কাষন না হওয়া পর্যন্ত কেমন ক্ষতি হয়েছে তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। পানি সরে গেলে খামারে পরিবেশ বুঝে নতুন করে ধানের চারা রোপন করা হবে।

http://www.anandalokfoundation.com/