14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

সিলেটে স্কুলছাত্রী ধর্ষণ ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা

বেনাপোল সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর বিভিন্ন খাতে সক্ষমতা বৃদ্ধিতে করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

মাদারীপুরে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত বাথরুম থেকে ৬ বছরের শিশুর লাশ উদ্ধার 

শ্যামনগরে পারফরমেন্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের পুরস্কার বিতরণ

আগামী দুই মাসের মধ্যে এলডিসি থেকে উত্তরণের পথ বের করতে হবে -প্রধান উপদেষ্টা

আজকের সর্বশেষ সবখবর

ভারত থেকে আসা মোবাইলসহ গ্রেফতার ১

Link Copied!

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২৯৭ মোবাইল ফোন জব্দসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। ১৩ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-তামাবিল সড়কে জাফলং সড়কের কাটাগাং নামক স্থানে একটি প্রাইভেটকার (সিলেট-খ ১১-০২৯৬) তল্লাশি চালিয়ে মোবাইল ফোনের চালানটি জব্দ করা হয়।

সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলামসহ (পিপিএম) পুলিশের একটি টিম প্রাইভেটকারে তল্লাশি চালান।

এ সময় চারটি প্যাকেটে মোড়ানো ২৯৭টি ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট জব্দ করা হয়। ইউসুফ আলীকে আটক করা হয়। তিনি গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল সড়কে হাইওয়ে পুলিশের সহযোগিতায় প্রাইভেটকার তল্লাশি করে ভারত থেকে অবৈধ পথে আসা ২৯৭টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল সেটের মূল্য ৪৫ লাখ টাকা হবে বলে ধারণা ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

http://www.anandalokfoundation.com/