13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতে পাচার হওয়া ১০ নারীকে ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর

admin
September 21, 2019 10:53 am
Link Copied!

মোঃ মাসুদুর রহমান শেখঃ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া দশ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
পরে রাইটস যশোর নামের একটি এনজিও সংস্থা তাদেরকে পরিবারের কাছে পৌঁছে দিতে নিজেদের জিম্মায় নেন। ফেরত আসা নারীদের বাড়ি যশোর, নড়াইল, খুলনা ও বাগেরহাটসহ বিভিন্ন এলাকায়।
জানা যায়, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা দেশের বিভিন্ন সীমান্ত পথে তাদের ভারতে পাচার করে। পাচারের পর তাদের সেখানে কাজ না দিয়ে ফেলে পালিয়ে আসে। এসময় ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে জেল হাজতে পাঠায়। সেখান থেকে ভারতের একটি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের সরকারের অনুমতিতে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় দুই বছর পর তারা দেশে ফেরত আসেন।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে তাদের গ্রহণ করা হয়। পরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে এনজিও কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
http://www.anandalokfoundation.com/