14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

মাদারীপুরে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত বাথরুম থেকে ৬ বছরের শিশুর লাশ উদ্ধার 

শ্যামনগরে পারফরমেন্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের পুরস্কার বিতরণ

আগামী দুই মাসের মধ্যে এলডিসি থেকে উত্তরণের পথ বের করতে হবে -প্রধান উপদেষ্টা

রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলায় সহস্রাধিক আসামী, গ্রেফতার ৫

নদী দূষণের দায়ে গাজীপুরে ৯টি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আসন্ন আইএমও নির্বাচনে বাংলাদেশের পক্ষে সমর্থন চাইলেন নৌপরিবহন উপদেষ্টা

আজকের সর্বশেষ সবখবর

ভারতের CAA নিয়ে ভয় বাড়ছে বাংলাদেশের, জানালেন বিদেশমন্ত্রী

admin
December 22, 2019 4:02 pm
Link Copied!

ঢাকা: ভারতের নাগরিকত্ব আইন নিয়ে প্রতিক্রিয়া। ওই বিলের কী প্রভাব পড়বে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বাংলাদেশে বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন।একদিকে যখন ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভের আগুন ছড়াতে শুরু করে, এরই মধ্যে মোমেন বলেন, ‘নাগরিকত্ব আইন ভারতের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু বাংলাদেশে তার প্রভাব পড়তে পারে।

CAA ও NRC নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভারত সরকার আমাদের বারবার আশ্বাস দিয়ে বলেছে যে, এটা তাদের আভ্যন্তরীণ বিষয় আর আইনি কারণেই এই বিল কার্যকর করা হচ্ছে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরাই ভারতের এক নম্বর বন্ধু। তাই ভারতে কোনও অনিশ্চয়তা তৈরি হলে, তার প্রভাব প্রতিবেশী দেশেও পড়বে। যেমন, আমেরিকায় একটা অর্থনৈতিক সমস্যা তৈরি হয়েছিল, আর আমাদের উপর তার প্রভাব পড়েছে। তাই ভারতের এই অনিশ্চিত পরিস্থিতি নিয়ে ভয় তৈরি হয়েছে।

এর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শেখ হাসিনার উপদেষ্টা রিজভি বলেন, ‘নাগরিকত্ব বিল ভারতের আভ্যন্তরীণ বিষয়। তাঁর কথায়, ভারতে কেউ অবৈধভাবে বসবাস করলে তাদের বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হবে, তবে তার জন্য ভারতকে প্রমাণ দিতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে মুসলিম-হিন্দু, ক্রিশ্চান, বৌদ্ধ সবাই একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে।

তাঁর ভারত সফর বাতিল হওয়া নিয়ে প্রশ্ন করা হলে, মোমেন জানিয়েছেন, ব্যস্ততার কারণেই বৃহস্পতিবারের ভারত সফর তিনি বাতিল করেছেন। তিনি বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক এবং মধুর। এই সম্পর্কে কোনও প্রভাব পড়বে না। তাঁর কথায়, এনআরসি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। এতে বাংলাদেশের ওপর কোনও প্রভাব পড়বে না। জানিয়েছেন তিনি।

http://www.anandalokfoundation.com/