14rh-year-thenewse
ঢাকা আজ সোমবার মে 5, 2025
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় এ্যাথলেটিকসের ৫৫ সদস্যের দল বাংলাদেশে আগমন

Rai Kishori
March 7, 2019 7:50 pm
Link Copied!

এম,এ,জলিল শার্শা যশোর  প্রতিনিধিঃ বাংলাদেশ মাস্টার্স এ্যাথলেটিকস এসোসিয়েশন এর আমন্ত্রনে ভারোতীয় কলকাতার এ্যাথলেটিকস এর ৫৫ সদস্যের একটি টিম আজ(০৬/০৩/২০১৯) বুধবার বিকাল ৫টার সময় বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
মাস্টার্স এ্যাথলেটিকস এসোসিয়েশন বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারি মো:ইকবাল হোসেন এর আমন্ত্রনে ভারোতীয় টিম বাংলাদেশে এসেছেন বলে জানান টিম লিডার গনেশ সরকার।
টিম লিডার গনেশ সরকার জানান, বাংলাদেশে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ৩য় মাস্টার্স এ্যাথলেটিকস চাম্পিয়নশীপ খেলতে তারা বাংলাদেশে এসেছেন।খেলাটি আগামি ০৮/০৯ মার্চ অনুষ্ঠিত  হবে। পুরুষদের বয়স ৩৫-৭০ এব; নারিদের বয়স ৩৫-৬৫ হতে হবে। এই খেলাতে মোট ৫০০ এ্যাথলেটিকস খেলোয়ার অ;শ গ্রহণ করবে।
http://www.anandalokfoundation.com/