একান্ত সাক্ষাতে তিনি বলেন, বেশ কয়েক বছর আগে স্বামী লিভার ক্যান্সারে মারা যাবার পর থেকেই খুব কষ্টে আছি। বড় ছেলে বউ নিয়ে আলাদা সংসার করে। ছোট ছেলে শারিরীক প্রতিবন্ধী আমার সাথে থাকে।এখন বয়স বাড়ছে আগের মত শরীরে শক্তি না থাকায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করাও সম্ভব হয় না। এজন্য মাঝে মাঝে না খেয়েও অনেক দিন রাত পার করতে হয়। ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের কাছে বহুবার গিয়েছি একটি বিধবা বা বয়স্ক ভাতার কার্ড এর জন্য কিন্তু তাও কপালে জোটেনি।কারণ বিধবা বা বয়স্ক ভাতা কার্ড পেতে হলে ২০০০ হাজার টাকা দিতে হবে। ভিক্ষুক ভাতার জন্যও অনেক নেতা কমীদের দ্বারস্থ হয়েছি কিন্তু তাও কোন ফলপ্রসু হয়নি।
তাই চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় নেতা কমীদের একটু সু-নজর হয়তো ফিরিয়ে দিতে পারে অসহায় জাহেদা বেগমের স্বচ্ছলতা।