14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখায়-খাদেজাকে সাহায্য করলেন ফ্রান্স প্রবাসী জেবুল ও আমির

admin
September 9, 2016 9:09 pm
Link Copied!

সমছ উদ্দিন, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাকশাইল আইডিয়াল স্কুলের অস্টম শ্রেণীর মেধাবী ছাত্রী ক্যান্সার আক্রান্ত আফরোজা বেগম খাদিজার জীবন বাচাঁতে বড় অংকের অনুদান নিয়ে পাশে দাঁড়িয়েছেন পাকশাইল গ্রামের বিশিষ্ট দাতা পরিবারের সন্তান জনাব নিজাম উদ্দিন সাহেবের ছেলে ফ্রান্স বসবাসরত জেবুল হোসেন ও আমির হুসেন। তাদের ব্যাক্তিগত তত্বাবদানে পাকশাইল গ্রামের অন্যান্য প্রবাসীদের কাছ থেকে সংগ্রহ করে খাদেজার চিকিতস্বার্থে  ১০৩৮০৫/= (একলক্ষ তিন হাজার আটশত পাচ) টাকা সহায়তা প্রদান করেছেন। উনারা আরোও সহযোগিতা করার আস্বাস দিয়েছেন।

আজ (০৯সেপ্টেম্বর১৬ শুক্রবার ) সন্ধ্যায় পাকশাইল গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও  মোরব্বি নিজাম উদ্দীন, ফয়াজ উদ্দীন, ও জিলাল উদ্দিন  আর্থিক সহায়তার নগদ অর্থ খাদিজার বাবা মোবারক আলীর হাতে তুলে দেন। এ সময় পাকশাইলের “তরুণ প্রতিনিধি”দ্বের পক্ষ থেকে বদরুল ইসলাম,এইচ এম ফয়ছল,এম.এ কাশিম, সুলেমান, সাইদুল, অানোয়ার, রাজন,জামিল, ইমন, খালেদ, আবজল প্রমুখ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/