14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার

পিআইডি
August 25, 2025 10:27 pm
Link Copied!

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন,  অন্তর্বর্তী সরকারের কঠোর পরিশ্রম ও সমন্বিত প্রচেষ্টায় এক বছরে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে এসেছে। এ সময় তিনি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে অনিয়ম ও দুর্নীতি থেকে সরে এসে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আজ বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নারীর অধিকার ও জেন্ডার সমতা নিশ্চিত করা একটি টেকসই সমাজের জন্য অপরিহার্য। এ সময় তিনিন প্রকল্পে বিনিয়োগকৃত অর্থ অপচয় রোধ করে প্রান্তিক মানুষের সুফল নিশ্চিতের ওপর গুরুত¦ারোপ করেন।

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইট হাউজ বগুড়ার প্রধান নির্বাহী হারুন অর রশিদ, বগুড়ার পুলিশ সুপার জিদান আল মুসা, সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুদ্দীন ফিরোজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা।

উল্লেখ্য,  ‘নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা’ প্রকল্পের মাধ্যমে বগুড়া জেলায় নাগরিকদের অধিকার সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

http://www.anandalokfoundation.com/