14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সীমান্ত থেকে নারী ও শিশুসহ ৯ বাংলাদেশি আটক

admin
November 21, 2018 5:47 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় বেনাপোল সীমান্ত থেকে  নারী ও শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার (২১ নভেম্বর) সকালে বেনাপোল সীমান্তের চারা বটতলা এলাকা থেকে তাদের আটক করে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।
আটককৃতরা হলেন- হুমায়ুন (২৮), রানী বেগম (২৮), জায়গা বেগম (৩৫), রুমা খাতুন (৩০), শহিদুল শেখ (৩২), রিয়া খাতুন (৭), সাজ্জাদ হোসেন (১২), লিটন বর্মন (৩৮) ও পিন্টু সরকার (৩১)। তাদের নোয়াখালী, চাঁদপুর, বাগেরহাট ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায় বাসিন্দা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে অভিযান চালিয়ে পাসপোর্ট ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে আটক করে। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
বেনাপোল চেকপোস্টের আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
http://www.anandalokfoundation.com/