14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল পাচার হওয়া ৮ কিশোর

admin
March 14, 2017 7:35 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: পাচার হওয়া ৮ বাংলাদেশী কিশোরকে ৩ বছর জেল খাটার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার বেলা ৩ টার সময় বেনাপোল চেকপোষ্ট দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় বিএসএফ।

ফেরত আসা বাংলাদেশীরা হলো সাতক্ষীরা জেলার আজিবার সরদার (১৪) আরিফুল ইসলাম (১৫) ওসিকুল (১৬) মাসুম বিল্লাহ (১৬) ইব্রাহীম শেখ (১৪) খুলনা জেলার মোজাহিদুর ইসলাম (১৫)নাইম হোসেন (১৩) ইয়াসিন শেখ (১৬)।

বেনাপোল ইমিগ্রেশনে আনুষ্ঠানিকতা শেষে যশোর মহিলা আইনজিবী সমিতি তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য গ্রহন করেন।

মহিলা আইনজিবী সমিতীর সমন্বয়কারী আব্দুল মুহিত জানান, দালালদের খপ্পরে পড়ে শিশুরা বিগত ৩ বছর আগে ভারত পাচার হয়ে পুলিশের কাছে ধরা পড়ে। পরে আদালতের মাধ্যমে ধ্রুব শেল্টার হোম নামে একটি বসরকারি সংস্থা তাদের হোমে রাখে। এরপর দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের মাধ্যমে চিঠি চালাচালির এক পর্যায় তাদের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ফেরত পাঠায়।

তিনি আরো জানান, ফেরত আশা কিশোরদের তাদের যশোর শেল্টার হোমে রাখা হবে । তারপর পরিবারের সাথে যোগাযোগ করে তাদের হস্তান্তর করা হবে।

http://www.anandalokfoundation.com/