বেনাপোল স্থলবন্দরে লিনডে বাংলাদেশ লিমিটেড কোম্পানীর ৩০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পূর্ণ অক্সিজেন ও অন্যান্য গ্যাসের বাল্ক স্টরেজ ষ্টেশনের উদ্বোধন হয়েছে।
দুপুরে ফিতা কেটে অক্সিজেন ষ্টেশনটির উদ্বোধন করেন লিন্ডে গ্রুপের সাউথ এশিয়া ও আসিয়ান অঞ্চলের প্রধান মিঃ মলয় ব্যানার্জি। এসময়ং উপস্থিত ছিলেন লিন্ডে বাংলাদেশের ব্যাবস্থাপনা পরিচালক মিঃ সুজিত পাই, সাউথ এ্যাশিয়ার রিজোনাল হেড মিঃ অভিজিত ব্যানার্জী,ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট এক্সপোর্ট কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বেনাপোল বন্দর এলকার দিঘিরপাড়ে এ অক্সিজেন ষ্টেশন স্থাপনের ফলে জটিলতা কমে অক্সিজেন আমদানি যেমন সহজ হবে তেমনি দক্ষিনবঙ্গ তথা সারা বাংলাদেশের অক্সিজেন চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। করনাকালীন সময়ে সারা দেশের অক্সিজেন চাহিদার অভিজ্ঞতার আলোকে লিন্ডে বাংলাদেশ লিমিটেডের এই উদ্দ্যেগ দেশের সার্বিক গ্যাসের চাহিদা মিটিয়ে ভ্যবিষ্যতে করনার মত দূর্যোগেও অক্সিজেনের চাহিদা মেটাতে সক্ষম হবে বলে মনে করছেন সংশিষ্টরা। বেনাপোলে লিন্ডে বাংলাদেশের এমন মহৎ উদ্যেগ দৃষ্ঠান্ত হয়ে থাকবে বলে মনে করছেন বাণিজ্যিক সংগঠনের নেতারা।
দেশে বন্দর এলাকায় এই প্রথম কোন অক্সিজেন ও অন্যান্য গ্যাসের বাল্ক স্টরেজ ষ্টেশনের উদ্বোধন করা হলো।ভারত থেকে ট্রাক যোগে অক্সিজেন এই ষ্টেশনে জমা থাকবে। পরে ওখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে।