স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ১ কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বারসহ দীপক হালদার (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী মসজিদ বাড়ি বিজিবি পোস্ট এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা স্বর্ণের বারসহ তাকে আটক করেন।
আটক দীপক হালদার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের খিদিরাম হাবিলদারের ছেলে।
বিজিবি জানান, তাদের কাছে গোপন খবর ছিলো— বেনাপোল সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। খবর পেয়ে বিজিবি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এক পর্যায়ে বেনাপোলের পুটখালী মসজিদ পোস্টের সামনে থেক ওই যুবককে আটক করেন বিজিবি সদস্যরা। পরে তার কাছ থেকে ১৪টি স্বর্ণবার পাওয়া যায়। যার বাজার মূল্য ৮১ লাখ টাকা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা