14rh-year-thenewse
ঢাকা আজ রবিবার আগস্ট 3, 2025
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন 

Link Copied!

পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। ১৮ আগষ্ট)(বৃহস্পতিবার) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম।
পরে বৃক্ষ মেলা উদ্বোধন উপলক্ষে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল-আল-মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা পরিষদর প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, সহকারী বন সংরক্ষক সোহেল রানা প্রমুখ।
এর আগে, পঞ্চগড় জেলা প্রশাসকর কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে এসে শেষ হয়। সপ্তাহব্যাপী বৃক্ষ মেলায় বন বিভাগসহ জেলার নার্সারি ব্যবসায়ীদের ৩০টি স্টল বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও ফুল গাছর চারা প্রদর্শন ও বিক্রি করছে। অতিথিবৃন্দ মেলায় স্টলগুলো ঘুরে দেখেন।
http://www.anandalokfoundation.com/