মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া, কামারখালী, ডুমাইন, বাগাট এবং কোড়কদি ইউনিয়নের বীরশ্রেষ্ট মুন্সী আব্দুর রউফ স্মৃতি নির্মান শ্রমিক সংগঠনের নির্মান শ্রমিকদের নিয়ে কারী মোঃ ইসরাঈল শেখ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মোস্তাক হোসেন মোল্যার সঞ্চালনায় কামারখালী বাজার পিয়াঁজ গলিতে বৃহস্পতিবার সন্ধ্যায় এক মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় শ্রমিকদের সংগঠনে ভর্তি ও শ্রমিকদের ভবিষৎ সম্পর্কে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ^াস (বাবু), আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান (বাবু),কামারখালী বাজার বণিক সমিতির বারবার নির্বাচিত সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম মন্ডল, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু) , সংগঠনের উপদেষ্ঠা মোঃ জাহাঙ্গীর আলম , সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদুল ইসলাম, কামারখালী ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুন -অর-রশিদ (হারুন) মোল্যা, আড়পাড়া ইউনিয়ন শ্রমিক শাখার সাধারন সম্পাদক মোঃ আসাদুর রহমান (আসাদ শেখ), বীরশ্রেষ্ট মুন্সী আব্দুর রউফ স্মৃতি নির্মান শ্রমিক সংগঠনের কার্যকরী সদস্য মোঃ তোতা মিয়া প্রমুখ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন কামারখালী বাজার বণিক সমিতির কার্যকরী সভাপতি মোঃ বাদশা মন্ডল, মধুখালী উপজেলা যুবলীগের নেতা মোঃ হেলাল হোসেন মোল্যা, বাংলাদেশ বিসিবি বোর্ডের সদস্য ও মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা এস.বি.বাহার (শ্যামল), বিশিষ্ঠ নির্মান শ্রমিকের কন্ট্র্যাক্টর মোঃ সাদ্দাম হোসেন (কাজল) সহ সকল ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
সবশেষে প্রধান অতিথি ও সংগঠনের সভাপতি সহ নেতাকর্মী, সদস্যাগন এবং সকল ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সংগঠনের একজন সদস্য মোঃ ফরিদ হোসেন মোল্যা মারা যাওয়ায় তার পরিবারের অনুদান হিসেবে ২০,০০০(কুড়ি হাজার)টাকার চেক এবং অনুষ্ঠানের প্রধান অতিথি ও কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ^াস (বাবু) এর দেওয়া নগদ ১০০০(এক হাজার) টাকা সহ মোট একুশ হাজার টাকা মৃত্যুব্যক্তির ছেলে মোঃ বাশার মোল্যার হাতে প্রদান করা হয়। পরে সভাপতি সকল শ্রমিকের জীবনের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।