এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১৯৭১সালের ৭ই মার্চ এর ঐতিহাসিক ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’- এ অন্তর্ভুক্ত হওয়ায় পঞ্চগড়ে বর্ণ্যঢ় আনন্দ শোভাযাত্রাসহ চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
২৫ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডলের নেতৃত্বে একটি “আনন্দ শোভাযাত্রা” বের করা হয়। “আনন্দ শোভাযাত্রা” টি পঞ্চগড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, সাবেক সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, জেলা পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিক সহ সুধীজন আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়।
পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রর্দশনি অনুষ্ঠিত হয়।
একিসাথে পঞ্চগড় সদর সহ বোদা, আটোয়ারী, দেবিগজ্ঞ ও তেঁতুলীয়া উপজেলায় ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’- এ অন্তর্ভুক্ত হওয়ায় আনন্দ শোভাযাত্রাসহ চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রর্দশনি অনুষ্ঠিত হয়।