২৫শে মার্চ’৭১ইং সালের কালো রাত্রি থেকে শুরু হওয়া পাকিস্তান হানাদার বাহিনীর নিরস্ত্র মানুষের উপর নৃ্শংস হত্যাযজ্ঞের এবং প্রায় দু-লক্ষ মা-বোন ধর্ষণের স্বীকারের মাধ্যমে একটি নতুন সূর্যোদয়ের সূচনা হয়েছিল।
মুক্তিযোদ্ধাদের স্বশস্ত্র সংগ্রামের মধ্যদিয়ে এবং ভারতের সহযোগীতায় পাক বাহিনী ১৯৭১ইং সালের ১৬ই ডিসেম্বর রেসকোর্স ময়দানে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের পক্ষে ভারতের অফিসার কমান্ডিং ইন চীফ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে পাকিস্তান সেনাবাহিনীর ইষ্টার্ণ কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খাঁন নিয়াজী আত্মসমর্পণ দলিলে সই করেছিলেন।
পাকিস্তান হানাদার বাহিনীর এই আত্মসমর্পণের মধ্যদিয়ে বাংলাদেশ নামক একটি ভূখণ্ডের সৃষ্টি হয়। এরই সুবাদে ১৯৭২ইং সনের ২২ জানুয়ারীতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৬ই ডিসেম্বর দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ঐ দিন ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় দিন এটি। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের জানান দেওয়ার দিন,জাতির আনন্দের দিন আমাদের এই জাতীয় দিবসের দিন।
২০১৩ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে স্মরণ করে ২৭ হাজার ২১৭ জন মানুষ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা গড়েছিল বাংলাদেশ। ‘লাল-সবুজের বিশ্ব জয়’ শিরোনামে মুঠোফোন সেবাদান প্রতিষষ্ঠান রবি আজিয়াটার এই আয়োজনের কৌশলগত অংশীদার ছিলো বাংলাদেশ সেনাবাহিনী।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা গড়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্হান করে নিয়েছে বাংলাদেশ। এই রেকর্ডের মধ্য দিয়ে ২০১২ সালের পাকিস্তানের জাতীয় মানব পতাকার রেকর্ড ভেঙে দেয় বাংলাদেশ।
একাত্তরের মুক্তিযুদ্ধের বিজয়ের এই অর্জন জাতির একটি শ্রেষ্ঠতম অর্জন। এই অর্জনের তাৎপর্য হলো ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতির উজ্জল ভবিষ্যতের চিন্তাধারাকে ধারণ করে অগ্রগতির পথকে সুগম করে তোলা। এই বৃহৎ অর্জনকে জাতির কাছে অর্থপূর্ণ করে তোলে ধরা। এক কথায় বাংলাদেশকে একটি গৌরবোজ্জল জাতিতে পরিণত করে একটি সুখী -সমৃদ্ধশালী সমাজ গঠনে জাতিকে উৎসাহ সৃষ্টি করা।
আজ বিজয়ের ৪৯তম বছর পার হলেও আমরা কি একটি আত্মমর্যাদা সম্পন্ন জাতিতে পরিণত হতে পেরেছি। আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের চাহিদা অনুযায়ী কি আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ পেয়েছি। নিশ্চয়ই পাই নাই,আজ দেশে হত্যা,সন্ত্রাস,চাঁদাবাজীসহ নানা অপকর্মে জর্জরিত। বাংলাদেশের সাধারণ মানুষরা প্রতিনিয়ত ভয়ের মধ্যে দিনযাপন করছেন। মানুষের মনে একটা হতাশা কাজ করছে যে কখন জানি কি হয়ে যায়।
লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা এ বিজয়ের পিছনে হাজারো প্রত্যাশা ছিলো কিন্তু দীর্ঘ ৪৯ বছরেও আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের স্বপ্নের প্রত্যাশাগুলোকে বাস্তবে রুপ দিতে পারি নাই। আমরা দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করে গড়ে তোলতে ব্যর্থ হয়েছি। সর্বোপরী মুক্তিযোদ্ধাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার যে দীপ্ত প্রত্যয় ছিলো সে অনুযায়ী আমাদের প্রাপ্তি খুবই কম।
আমাদের মুক্তিযোদ্ধের যে চেতনা এটা কোন ব্যক্তি বা গোষ্ঠির নয় এটা সমগ্র জাতির। কাজেই আমার মতে বাংলাদেশের বিদ্যমান সমস্যা গুলি সমাধান করতে হলে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য, নেতৃত্বের আত্মনির্ভরশীলতা এবং আত্মপ্রতিষ্ঠার অদম্য ও সুস্পষ্ট লক্ষ্য সবার মাঝে থাকতে হবে। তাহলেই আমরা সাফল্যের সাথে এ সমস্ত সমস্যার সমাধান করে একটি সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গঠন করা সম্ভব হবে।
বাংলাদেশ নামক ভূখণ্ডের যে উজ্জল ভবিষ্যতের জন্য এ দেশের শ্রেষ্ঠ সন্তানেরা আত্মত্যাগের মহোৎসবে যোগ দিয়েছিলেন,সেই সব সূর্য সন্তানদের স্বপ্ন পূরণে আমরা সচেষ্ট হতে পারবো।