রংপুর প্রতিনিধিঃ গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী মোহাইমিন মারুফকে বিজিবি কর্তৃক লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করে বিজিবি বলেছে ওই প্রার্থী কেন্দ্রে প্রভাব বিস্তার করার চেষ্টা করলে তাকে বাঁধা দেয়ায় তিনি ও তার সমর্থকরা বিজিবির ওপর হামলা চালিয়েছেন। এনিয়ে সেখানে উত্তেজনা বিরাজ করছে।
নৌকা প্রতীকের প্রার্থী মোহাইমিন মারুফ বলেন, ‘বেলা পৌনে ১১টার দিকে কিসামত শেরপুর নুরানী হাফিজিয়া মাদরাসা ভোট কেন্দ্রে ভোট দেয়ার জন্য ঢুকলে একজন বিজিবি কনেস্টবল আমাকে বাঁধা দেয়। এসময় আমি তাকে আমার পরিচয় দিলে তিনি উল্টো আমাকে ভোট কেন্দ্রে ঢুকতে না দিয়ে আমার সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে সে আমাকে লাঠি দিয়ে মারতে থাকলে আমি লাঠিটি ঠেকিয়ে দেই।’
তিনি বলেন, ‘এই ভোটকেন্দ্রে নৌকার ভোট ৬০ থেকে ৭০ ভাগ। আমার ভোট ঠেকিয়ে নেয়ার জন্য প্রশাসন অন্য প্রার্থীর দ্বারা প্রভাবিত হয়ে আমার ওপর হামলা চালিয়েছে। ভোটকে বিতর্কিত করতে চাইছে।’ তিনি ওই বিজিবি সদস্যকে প্রত্যাহার ও শাস্তি দাবি করেন।
তবে প্রার্থীর এই অভিযোগ অস্বীকার করেছে বিজিবির ওই সদস্য। নাম গোপন রাখার শর্তে তিনি জানান, ‘ওই ভোট কেন্দ্রে এসে ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল। এতে বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি হলে আমি তাকে কেন্দ্র থেকে বিনয়ের সাথে চলে যাওয়ার জন্য বলি। কিন্তু তিনি ক্ষুব্ধ হয়ে আমার ওপর হামলা চালায়। তার সাথে সাথে তার কর্মী সমর্থকরাও আমাদের ওপর হামলা চালায়। বিষয়টি দুঃখজনক।’
প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকা প্রতীকের প্রার্থী ওই ভোটকেন্দ্রে ঢুকে প্রভাব বিস্তারের চেষ্টা করলে বিজিবির সাথে ওই প্রার্থী ও তার সমর্থকদের সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশ ও বিজিবি লাঠি চার্জ করে পরিস্থিতি শান্ত করে। এসময় সেখানে মেম্বার প্রার্থী বাবলু ও মোফাজ্জল হোসেন মোফার সমর্থকদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পরে। এতে ধাওয়া পাল্টা ধাওয়ায় ৫ জন আহত হয়।
ওই কেন্দ্রের দায়িত্বে থাকা এসআই মমতাজুল ইসলাম বলেন, সেখানে পরিস্থিতি উত্তপ্ত হলে বিজিবি সদস্য নৌকা প্রতিকের প্রার্থীকে চলে যেতে বলে। কিন্তু তিনি বিজিবির ওপর চড়াও হন। এনিয়ে সেখানে উত্তেজনা তৈরি হলে লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করা হয়।
ওই কেন্দ্রের প্রিজাইটিং অফিসার রোকনুজ্জামান বলেন, যা হয়েছে সব বাইরে। ভেতরে কোন সমস্যা হয় নি। জায়গা কম হওয়ায় ভিড়টাা একটু বেশি।
তিনি বলেন, এই কেন্দ্রে ২ হাজার ৮২৮ ভোট রয়েছে। এর মধ্যে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত ১ হাজার ২০০ ভোট পড়েছে।