স্টাফ রিপোর্টার: তাবেলা সিজার হত্যা মামলায় সাত আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।
একইসঙ্গে এ মামলায় প্রধান দুই আসামি বিএনপি নেতা এম এ কাইয়ুম ও ভাঙারি সোহেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরী আসামিপক্ষের সময়ের আবেদন না মঞ্জুর করে এই আদেশ দেন।