আজ ১৬ই আগস্ট বাঙালি হিন্দুদের কাছে প্রতিরোধ দিবস। আর সোহরাওয়ার্দী রুপী মমতা ব্যানার্জিদের কাছে খেলা হবে দিবস।
১৯৪৬ সনের ১৬ই আগস্টের অভিশপ্ত হিন্দু গনহত্যার কালো দিন আবার ফিরে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। ১৯৪৬ সনের সেই দিনের নাম ছিল জিন্নাহর ডাইরেক্ট একশন ডে যা ইতিহাসে গ্রেট ক্যালকাটা কিলিং ডে নামে পরিচিত আর ঠিক এই দিনটি মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে নিয়ে এসেছেন “খেলা হবে দিবস” নাম দিয়ে।ইতিমধ্যে এই দিনের সাফল্য হিসেবে পঃবঙ্গে ঘটে গিয়েছে নির্বাচন পরবর্তী গনহত্যা,ধর্ষন, শ্লীলতাহানি,লুটপাট,ঘর ছাড়া হওয়ার মতো মর্মান্তিক ও মর্মস্পর্শী সব ঘটনা যা একমাত্র ১৯৪৬ সনের ১৬ ই আগস্টের কথাই স্মরণ করিয়ে দেয়।
যারা পঃবঙ্গবাসী তারা কি জানেন কিভাবে পঃবঙ্গ একটি হিন্দু রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল?সে ইতিহাস অনেকেই জানেন না বিশেষ করে এই প্রজন্মের ছেলেমেয়েরা।দেশভাগের পর সেই ইতিহাস পঃবঙ্গের মানুষকে জানতে দেয়া হয়নি।যারা পঃবঙ্গকে হিন্দুদের জন্য একটি পৃথক রাজ্য হিসাবে বৃটিশদের কাছ থেকে ছিনিয়ে এনেছিলেন ইতিহাসে তাদের কোন নাম নেই অকৃতজ্ঞের মতো পঃবঙ্গবাসী ভুলে গিয়েছে।যিনি রাজনৈতিক ভাবে নেতৃত্ব দিয়ে সেই কাজটি করেছিলেন তার নাম ডঃশ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।
আর যিনি জীবনের ঝুকি নিয়ে হিন্দুদের জন্য একটি নিরাপদ পৃথক রাজ্যের স্বপ্ন দেখেছিলেন তিনি হলেন অকুতোভয় সূর্যসৈনিক গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা।সেদিন গোপাল পাঠারা যদি প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে কলকাতা থাকত ঢাকার অধীনস্হ একটি শহর মাত্র।
যারা কলকাতাকে পূর্ব – পাকিস্তানের রাজধানী বানাতে চেয়েছিল,যারা ১৯৪৬ সনের ১৬ আগস্ট পাকিস্তান কায়েমের লক্ষে জিন্নার ডাকে ডাইরেক্ট একশানের নামে কলকাতায় প্রায় ১০ হাজার হিন্দুকে হত্যা করেছিল হিন্দু নারীদের ধর্ষন করে বুকের স্তন কেটে রাস্তায় ঝুলিয়ে দিয়েছিল বাড়িঘরে আগুন লাগিয়ে লুটপাট করে জিহাদিদের ঈমানি দায়িত্ব পালন করেছিল আমরা আজও সেই সব জিহাদিদের ভুলে যাইনি।নিয়ম করে প্রতি বছর সেই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড সোহরাওয়ার্দীর স্মরণে কলকাতা বা হাওড়ায় স্মরণ সভা অনুষ্ঠিত হয় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সেই ক্যালকাটা কিলিংয়ের পর প্রতিরোধের অগ্নিশিখায় যিনি উদ্বীপ্ত হয়ে কলকাতার হিন্দুদের রক্ষা করেছিলেন সেই অকুতোভয় বীর গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠাকে আমরা বেমালুম ভুলে গিয়েছি।তার নামে কোন স্মরণ সভা হয়না সারা বছরে একবারের জন্যও আমরা তাকে স্মরণ করিনা।কি অকৃতজ্ঞ আমরা। পৃথিবীতে অকৃতজ্ঞ জাতি বলতে যদি কাউকে বুঝায় তার নাম হিন্দু জাতি।
৪৬এর ১৬ই আগস্ট কলকাতার ময়দানে মুসলিম লীগের ডাকে অনুষ্ঠিত সেদিনের সভায় উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী – নাজিমুদ্দিন – ইস্পাহানি – মুসলিম লীগ পন্থী দলিত নেতা যোগেন্দ্রনাথ মন্ডল।ঠিক একই ভাবে আজও কলকাতা কিলিংয়ের মাস্টারমাইন্ড সোহরাওয়ার্দীর স্মরণ সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের ভার্চ্যুয়ালি উপস্থিত থাকতে দেখা যায়।যারা হাওড়া ব্রিজের মতো একটি বিশ্বখ্যাত স্থাপনা উড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছিল যারা শিয়ালদহ রেলস্টেশন এবং টালা ব্রিজ ধ্বংস করতে চেয়েছিল সেই শহরে থেকে রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সেই সব কালোদিন গুলোকে মনে রেখেছে ভাবতে অবাক লাগে।হিন্দুদের অস্তিত্বের প্রশ্নে যারা বিন্দুমাত্র অনুতপ্ত নন তাদেরই পঃবঙ্গের মানুষ নেতা বানিয়ে কুর্শিতে বসিয়েছেন। সেদিনের যোগেন্দ্রনাথ মন্ডলদের সাথে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়দের কোন পার্থক্য নেই।
আজকের পঃবঙ্গ যাদের দূরদর্শিতায় প্রতিষ্ঠিত হয়েছে তাদের মধ্যে গোপাল মুখোপাধ্যায়ের নাম অন্যতম। কারন ক্যালকাতা কিলিংয়ের পর যদি গোপাল পাঠারা প্রতিরোধে এগিয়ে না আসত তাহলে কলকাতা হত পূর্ব – পাকিস্তানের রাজধানী।সেদিনের প্রতিরোধের পিছনে কোন সাম্প্রদায়িক মনোভাব ছিল না।গোপাল মুখোপাধ্যায় জনসংঘ বা কোন রাজনৈতিক দলের সদস্য ছিলনা।বিপ্লবী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র গোপাল মুখোপাধ্যায় ছিল বিধান রায় ও সুভাষ চন্দ্রের অনুগামী।তিনি সেদিন স্বজাতির টানে জীবন বাজী রেখে প্রতিরোধে ঝাপিয়ে পড়েছিলেন।সেদিনের হিন্দু গনহত্যার পিছনে ছিল একটি বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় বিধান বাস্তবায়নের সুপরিকল্পিত পরিকল্পনা ইতিহাস তার স্বাক্ষী।
১৯৪৬ সনের ৫ই আগস্ট স্টেটসম্যান পত্রিকায় এক নিবন্ধে সোহরাওয়ার্দী লিখেছিলেন,”হিংসা এবং রক্তপাত অন্যায় নয়,যদি তা মহৎ উদ্দেশ্যে করা হয়”।মুসলমানদের কাছে আজ পাকিস্তান আদায় করা ছাড়া অন্যকোন উপায় ছিল না।
একই দিনে খাজা নাজিমুদ্দিন মুসলিম ইনস্টিটিউটে মুসলিম ন্যাশনাল গার্ডদের এক সমাবেশে বলেছিলেন,
মুসলিম লীগের এটা পরম সৌভাগ্য যে এই রমযান মাসেই আল্লাহ জিহাদের নির্দেশ দিয়েছিলেন।
কলকাতার তৎকালীন মেয়র ওসমান খাঁন উর্দুতে একটি প্রচার পত্র বিলি করেছিলেন যাতে লেখা ছিল,আশা ছেড়ো না তরোয়াল তুলে নাও ওহে কাফের তোমাদের ধ্বংসের দিন বেশী দূরে নয়।এই লিফলেটে ছিল তরোয়াল হাতে জিন্নার ছবি।এছাড়া সেই লিফলেটে মুসলিম লীগের পক্ষ থেকে হিন্দুদের কিভাবে শায়েস্তা করা হবে তার ২৩টি নির্দেশনামা ছিল।
১৬আগস্টের প্রস্তুতির হিসাবে সেদিন পুলিশ বাহিনীর দায়িত্ব থেকে আগের অফিসারদের সরিয়ে নিয়ে আসা হয়েছিল মুসলিম লীগের বাধ্য অফিসারদের।ডিসি হেড কোয়াটার থেকে নর্টন জোন্সকে সরিয়ে সেখানে আনা হয়েছিল দোহাকে।ডিসি নর্থ রায় বাহাদুর সত্যেন মুখার্জিকে সরিয়ে সেখানে আনা হয়েছিল হাফিজউদ্দিনকে।হিন্দু গনহত্যা সুচারুভাবে পরিচালনার জন্য তৈরি করা হয়েছিল মুসলিম ন্যাশনাল গার্ড।ময়দানের সভায় উপস্থিত জেহাদিদের সোহরাওয়ার্দী স্পষ্ট নির্দেশ ছিল সেনা ও পুলিশকে সংযত রাখা হয়েছে।২৪ ঘন্টা সময় দিলাম যা করতে পারিস কর।
সেদিন আক্রান্ত হয়েছিল ক্যানিং স্ট্রিট, ওয়েলেসলি স্ট্রিট, ধর্মতলা,মানিকতলা, বিবেকানন্দ রোড,উত্তর ও মধ্য কলকাতার হিন্দুপাড়া এবং দোকানপাট।দুই দিনের হত্যা ধর্ষন লুটপাট অগ্নিসংযোগের পর প্রথম গোপাল মুখোপাধ্যায় স্থানীয় হিন্দু যুবকদের সংগঠিত করে প্রবল পরাক্রমে জেহাদি আক্রমণ প্রতিহত করতে ঝাপিয়ে পড়েছিলেন।দুদিন ধরে প্রবল প্রতিরোধের ব্যাপকতা দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন সোহরাওয়ার্দী ও অন্যান্য মুসলিম লীগ নেতারা।পরিস্থিতি দেখে সোহরাওয়ার্দী ভয় পেয়ে গিয়েছিল।তখন গোপাল মুখোপাধ্যায় থামানোর জন্য সোহরাওয়ার্দী গান্ধীর স্বরনাপন্য হয়েছিলেন।সেই গোপাল মুখোপাধ্যায় আজ অচ্যুত।আর এখন নুতন ভাবে সোহরাওয়ার্দীদের উত্তর পুরুষ মমতা বন্দ্যোপাধ্যায়দের উত্থানে পঃবঙ্গ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যে পরিনত করতে খেলা হবে দিবসের মতো একটি অভিশপ্ত দিনকে সামনে নিয়ে এসেছে।