14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পাইকগাছায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

admin
September 29, 2016 6:20 pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পাইকগাছায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গীর সঞ্চালনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সভাপতি নাজমুল আহসান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও যুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার এ্যাডঃ স.ম. বাবর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ-উল-মোস্তাক, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা কমান্ড খুলনা জেলা প্রতিনিধি কাজী আহম্মদ আলী, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, ওসি মারুফ আহম্মদ, ইঞ্জিনিয়ার আবু সাঈদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও প্রকল্প কর্মকর্তা প্রশান্ত কুমার। এর পূর্বে প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

http://www.anandalokfoundation.com/