ফরিদপুরের মধুখালী উপজেলা শিক্ষা অফিসারের সভাকক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মধুখালী উপজেলা শাখার পক্ষ থেকে রবিবার সকাল ১০টায় নতুন যোগদানকৃত শিক্ষকমন্ডলীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মধুখালী উপজেলা শাখার সভাপতি সোলায়মান মোল্লা, নির্বাহী সভাপতি রবিউল আউয়াল, সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুজ্জামান মিয়া, নির্বাহী সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সদস্য দীপঙ্কর দাস, শাজাহান মোল্লা , মোতালেব মোল্লা, দপ্তর সম্পাদক জয়ন্ত কুমার রায়, শিক্ষা সম্পাদক আবুল বাশার, আশিকুল আমিন সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
তাদের কর্মজীবন সাফল্য মন্ডিত হোক এই প্রত্যাশা করে শুভেচ্ছা বিনিময় সভা শেষ করেন । উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম এর মাধ্যমে জানা যায় মধুখালী উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৬জন সহকারী শিক্ষক নতুন যোগদান করেছেন ।