ছাতক প্রতিনিধিঃ ছাতকে বাংলাদেশ গীতা পরিষদ উপজেলা শাখার বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শহরের রামকৃষ্ণ সেবাশ্রমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরিষদের উপজেলা শাখার সভাপতি রনধির আচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার নেবায়িত হিমাদ্রী গোস্বামী মহর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গীতা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুরঞ্জিত গুপ্ত, সহ-সভাপতি অধির বনিক, ভারপ্রাপ্ত সধারণ সম্পাদক আলয় সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ছাতক উপজেলা শাখার সভাপতি অধ্যপাক হরিদাস রায়, পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি মহন্ত রায়, রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক বাবুল রায়, গীতা পরিষদ জেলা শাখার সহ-সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সাংস্কৃতিক সম্পাদক নন্দ দুলাল বনিক।
আরো বক্তব্য রাখেন, গীতা পরিষদ ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি ছানু আচার্য্য, সাধারণ সম্পাদক ভানু চক্রবর্ত্তী, সহ-সাধারণ সম্পাদক মানিক আচার্য্য, স্থানীয় সুকেশ পাল, নেপাল চন্দ্র পাল, পীযুষ সরকার, গীতা পরিষদ ছাতক পৌর শাখার সভাপতি বিনয় চক্রবর্ত্তী, সহ-সভাপতি গৌরহরি চক্রবর্ত্তী, অলক চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক পিন্টু লাল দে, অর্থ সম্পাদক সুজি কান্ত চৌধুরী, মহিলা সম্পাদিকা অর্পনা রানী দাস প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, রিতা রানী আচার্য্য।