অদ্য ৩রা অক্টোবর ২০২৪ রোজ বৃহস্পতিবার সময় ৬-৩০ মি: বাংলাদেশ অর্থনীতি সমিতির এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আজিজুর রহমান।
সভায় নিম্নোক্ত সিদ্ধান্ত সমূহ গ্রহণ করা। ১. শুরুতেই সভা ২০২৪ এর জুলাই-আগস্ট বিপ্লবের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। স্ব-স্ব ধর্ম অনুসারে দোয়ার প্রর্থনা করা হয়। যারা আহত হয়েছে তাদের সুস্থ্যতার জন্যও দোয়া করা হয়।
২. সমিতির কার্যালয়ে তালা লাগিয়ে এবং সমিতির সকল হিসাব গোপন করার জন্য অতি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যারা পালিয়েছে তাদের প্রতি আহবান জানানো হলো অতি সত্ত¡র সকল কাগজপত্র এবং হিসাব বর্তমান এডহক কমিটির নিকট বুঝিয়ে দিতে — অন্যথা তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হবে।
৩. সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, এডহক কমিটির যতসভা অনুষ্ঠিত হবে তাতে উপস্থিত সদস্যদের আপ্যায়নের জন্য সমিতির তহবিল হতে কোন অর্থ ব্যয় করা হবে না। এডহক কমিটির সদস্যরা পর্যায়ক্রমে এই আপ্যায়ন ব্যয় বহন করবেন। আজকেরপ্রথম সভাসহ আগামী তিনটি সভার আপ্যায়ন ব্যয় সভাপতি বীর মুক্তিযুদ্ধা ড. মো. আজিজুর রহমান বহন করবেন।
৪র্থ সভার আপ্যায়ন ব্যয় এক নং সহ-সভাপতি বহন করবেন। ৫ম সভার আপ্যায়ন ব্যয় বহন করবেন ২নং সহ-সভাপতি। এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। সর্বশেষ সদস্যের সভার আপ্যায়ন ব্যয় শেষ হলে মোট যে পরিমাণ অর্থ ব্যয় হবে তার সমপরিমাণ অর্থ সমিতির তহবিল হইতে চেকের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত এবং আহতদের কল্যাণের জন্য গঠিত ট্রাস্টে দান করা হবে।
৪. সভায় বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন সংস্কারের সাথে একাত্মতা প্রকাশ করা হয়। সংস্কার কর্মসূচীকে সফল করার জন্য এই সমিতি সর্বদা কাজ করে যাবে।
৫. সামস্টিক অর্থনৈতিক ভারসাম্য ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপের প্রশংসা করা হয়। দ্রুততার সাথে পদক্ষেপ বাস্তবায়নের অনুরোধ জ্ঞাপন করা হয়।
৬. দেশের দুর্বল ব্যাংক বিশেষ করে শরিয়াহ ভিত্তিক ব্যাংকগুলোর পাশে দাঁড়ানার জন্য বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের প্রশংসা করা হয়। তবে অতি দ্রুততার সাথে এসব ব্যাংকে তারল্যের যোগান দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়।
৭. এসভা বাংলাদেশের জনগণ যারা দুর্বল ব্যাংক বিশেষ করে শরীয়াহ ভিত্তিক ব্যাংক হইতে অর্থ তুলে বা সঞ্চয়পত্র ভাঙ্গিয়ে নগদ অর্থ ধরে রেখেছেন তাদের উদাত্ত আহবান জানানো হয় নগদ অর্থ হাতে জমা না রাখে স্ব-স্ব ব্যাংকে জমা করে ব্যাংকের তারল্য সংকট দূর করতে সহযোগিতা করার জন্য। তাদের কোনো অর্থ মাইর যাবে না।
৮. এসভা থেকে বাংলাদেশ ব্যাংকের আশ্বাস-কোন গ্রাহকের একটি টাকাও মাইর যাবে না – এর প্রতি আস্থা স্থাপন করার জন্য জনগণকে বিনীত অনুরোধ করা হয়। বাংলাদেশ অর্থনীতি সমিতি এখন থেকে সব সময়েই জনগণের পাশের্^ অতন্ত্র প্রহরীর মতো দন্ডায়মান থাকবে। তাদের কোনো আর্থিক ক্ষতি এই সমিতি সহ্য করবে না।
৯. বাংলাদেশ অর্থনীতি সমিতির সার্বিক সংস্কার করার জন্য সমিতির সহ-সভাপতি সরকারের সাবেক সচিব আবদুল মতিন চৌধুরীকে আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি সাব কমিটি গঠন করে।
১০. বাংলাদেশ অর্থনীতি সমিতির সকল আর্থিক অনিয়ম এবং দুর্নীতি তদন্ত করার জন্য সমিতির সহ-সভাপতি বাংলাদেশ সরকারের সচিব ড. কামাল উদ্দীন আহমেদকে আহŸায়ক এবং প্রফেসর নূরুন্নবী আলমকে সদস্য সচিব করে ৫ সদস্যদের কমিটি গঠন করা হয়।
১১. সমিতির নির্বাচনের কারচুপি এবং তৎসংক্রান্ত অনিয়ম অনুসন্ধান এবং ১৮ বছর সিন্ডিকেটের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রাখা এবং জালভোট ও ভোটার তথ্য সংগ্রহ করে একটি শ্বেতপত্র তৈয়ার করার জন্য সমিতির সহ-সভাপতি সুপ্রিমকোর্টে ডিপুটি এটর্নি জেনারেল এস. এম. মোক্তার কবির খানকে আহবায়ক, মো: মোসলে উদ্দিন
যুগ্ম-আহŸায়ক এবং মোহাম্মদ আলীকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হলো।
১২. এ সভা আগামী অল্পদিনের মধ্যে সমিতির জীবন সদস্য এবং কার্যনির্বাহী কমিটির শীর্ষ পদে নেতৃত্ব দিয়েছেন এমন সম্মানিত ব্যক্তিবর্গ মাননীয় প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস, মাননীয় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দীন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের মানীয় গর্ভনর এর সাথে দেখা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
১৩. এ সভা সহযোগিতার জন্য বাংলাদেশের বিভিন্ন নিউজ মিডিয়া, সংবাদপত্র এবং সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে কৃতজ্ঞতা প্রকাশ করে। আগামীতে তাদের সহৃদয় সহযোগিতার অব্যাহত রাখার জন্য অনুরোধ জ্ঞাপন করে।