একটি আই প্যাড নিয়েই তারা স্কুলে যেতে পারবে। ই-লার্নিংয়ের মাধ্যমে সারা বিশ্ব হবে শিক্ষার্থীদের পাঠশালা। আমরা গঠন করতে পারব একটি উন্নত জাতি। প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের টিকে থাকতে ‘আমি পারি’ এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
শনিবার সিলেট শহরের পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে সেসিপ-এর আওতায় সিলেট অঞ্চলের ই-লার্নিং মেলার উদ্বোধন করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশে ভবিষ্যতে শিক্ষার্থীদের বইয়ের বোঝা বহন করতে হবে না।
ড. মোমেন বলেন, টেকনোলজি যথাযথ ব্যবহার ও ই-লার্নিং-এর মাধ্যমে শিক্ষার্থীরা উৎকর্ষতা ও পরিপক্কতা অর্জন করবে এবং আমরা পাব একটি উন্নত জাতি। টেকনোলজিই হলো আমাদের প্রধান হাতিয়ার যার মাধ্যমে জনগণকে জনসম্পদে পরিণত করতে পারব।
ডিজিটাল টেকনোলজি শিক্ষকদেরকে সতর্কতা ও আন্তরিকতার সাথে শিখতে হবে এবং সে অনুযায়ী শিক্ষার্থীদেরকে শেখাতে হবে।