স্টাফ রিপোর্টার: বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল টাকাসহ ১০ জনকে আটক করেছে র্যাব রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। আটককৃতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।
সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদে জাল টাকা কারবারি চক্রের বিদেশি সদস্যসহ ১০ নাগরিককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তারা । বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল টাকাও জব্দ করা হয়েছে।