আঃজলিল, বিশেষপ্রতিনিধিঃ যশোরের চৌগাছা সীমান্তে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। মঙ্গলবার ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী হিজলি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এ ফেনসিডিল জব্দ করা হয়।
যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, চোরাকারবারীরা ভারত থেকে ফেনসিডিলের একটি চালান এনে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করছে।
এমন সংবাদের ভিত্তিতে হিজলি বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্তে অভিযান চালায়। এসময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেটের মধ্যে ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। জব্দকৃত ফেনসিডিলের সিজার মূল্য ৪০হাজার টাকা বলে জানায় বিজিবি।