13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল পাসপোর্ট অফিসের দুই দালালের কারাদন্ড

Link Copied!

বিভাগীয় পাসপোর্ট অফিসে দুদকের তৃতীয় দফার অভিযানে আটক দুই দালালকে ৪৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে চারশ’ টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিন করে কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান বুধবার দিবাগত রাতে আটক দুইজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই দন্ডাদেশ দিয়েছেন। বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের টিম অভিযান চালিয়ে দুইজন প্রতারককে আটক করেছে। টিমকে আমরা সাহায্য করেছি। আমরা চাই পাসপোর্ট অফিসে কেউ যেন এসে প্রতারণার শিকার না হন।

দুর্নীতি দমন কমিশন বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, ছদ্মবেশে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজকুমার সাহা ও সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামানের নেতৃত্ব একটি টিম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে অভিযান চালায়।

এ সময় বাবুগঞ্জ উপজেলার পূর্ব ভুতেরদিয়া গ্রামের জাকির হোসেন (৪৮) ও উজিরপুর উপজেলার সাতলা গ্রামের সাহিদা বেগম (৩৮) নামের দুইজনকে আটক করা হয়। তারা ওই অফিসে দালাল হিসেবে কাজ করতেন। দুদক বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক এইচএম আক্তারুজ্জামান বলেন, অভিযানে আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের কারাদন্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/