13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বন্ধ ৬টি চিনিকলগুলো চালু করতে চেষ্টা করছি -শিল্প উপদেষ্টা

পিআইডি
November 16, 2024 5:54 pm
Link Copied!

দেশের সবগুলো চিনিকল বন্ধ হয়ে গিয়েছিল। আমরা বন্ধ ৬টি চিনিকলগুলো একটা পর একটা চালু করতে চেষ্টা করছি। চালু করার। শুধু মিল চালু করলেই হবে না, এরমধ্যে কৃষকদের প্রণোদনা দেওয়ার বিষয়টিও আছে। আমরা ১২০ কোটি টাকা বরাদ্দ করেছিলাম। এখন আরও ১০০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (১৬ নভেম্বর) সকালে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, চিনিকলগুলো চালুর আগে সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করার জন্য টাস্কফোর্স করা হয়েছে। যার মধ্যে আখ চাষির প্রতিনিধিরাও আছেন। যারা আখ চাষ নিয়ে কাজ করেন তারাও আছেন। আমরা চেষ্টা করছি কাজগুলো একটার পর একটা করতে। সেতাবগঞ্জ চিনি কলের যে জায়গা রয়েছে, তা মিল চালু করার জন্য সম্ভাবনাময় একটা জায়গায়।

সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে শিল্প উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব ভূমিদস্যুদের দমন করে চিনি কলের জমি উদ্ধার করা হবে।

সেতাবগঞ্জ মিলের যন্ত্রপাতি অন্য চিনিকলে নিয়ে যাওয়া প্রসঙ্গে শিল্প উপদেষ্টা বলেন, কখনো কখনো বন্ধ চিনিকলের যন্ত্রপাতি চালু থাকা মিলে নেওয়ার প্রয়োজন হয়তো হয়েছে। কিন্তু যখনই এই মিলটি চালুর সিদ্ধান্ত হবে, তখন সেগুলো নিয়ে এসে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার প্রমুখ।

http://www.anandalokfoundation.com/