২০১৮ সাল থেকে লিউকিমিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। এক বছর কাটতে না কাটতেই ফের শোকের আবহ কাপুর পরিবারে। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা রাজীব কাপুর। মাত্র কয়েক মাসের ব্যবধানেই পরপর দুই ছোট ভাইকে হারালেন রণধীর কাপুর। এবার ফের রাজ কাপুরের ছোট ছেলের মৃত্যুতে শোকের আবহ কাপুর পরিবারে।
বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে কার্যত শোকস্তব্ধ গোটা বলিউড। দুসংবাদ পেয়েই ছুটে এসেছেন করিনা, করিশ্মা, রণবীররা। উপস্থিত হন করিনার তুতো ভাই আরমান জৈন, তাঁর প্রেমিকা তারা সুতারিয়া, রণবীরের হবু স্ত্রী আলিয়া ভাটও। হবু শাশুড়ি নীতু কাপুরকে সামলাতে দেখা গেল আলিয়াকে। ‘পাঠান’ এর শুটিং ফেলে হাজির হন শাহরুখ খানও। রণবীর, আরমানদের কাঁধে চেপেই শেষযাত্রায় পাড়ি দেন রাজীব কাপুর।
মঙ্গলবার হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজীব কাপুরের। কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের শেষ পরিচালিত ছবি ‘রাম তেরি গঙ্গা মইলি’তে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ‘এক জান হ্যায় হাম’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন রাজীব কাপুর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড।
সাদা পোশাকে বিধ্বস্ত চেহারায় পাপারাৎজির ক্যামেরাবন্দি হন বেবো। কাকার মৃত্যুতে শোকজ্ঞাপন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঋষি কাপুর কন্যা ঋদ্ধিমা কাপুর সাহানি। রাজীব কাপুরের একটি ছবি পোস্ট করে তিনি তাঁর আত্মার শান্তি কামনা করেছেন। শোকপ্রকাশ করে কমেন্ট করেছেন সোনি রাজদান, সোফি চৌধুরী, নম্রতা শিরোদকররা। শোকজ্ঞাপন করেছেন নীতু কাপুরও।