রাজিব শর্মা, চট্টগ্রামঃ টুঙ্গীপাড়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ) মুজিবুর রহমানের মাজারে পুস্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। গত মঙ্গলবার(০৮.০৮.২০১৭) বিকেলে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্মসম্পাদক স্বরূপ ভট্টাচার্য্য বঙ্গবন্ধুর মাজারে পুস্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় উপস্হিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, সহসভাপতি শহীদ উল আলম, যুগ্নমহাসচিব তপন চক্রবর্তী, নির্বাহী সদস্য আসিফ সিরাজ প্রমুখ।
সিইউজে নেতৃবৃন্দ পচাত্তরের ১৫আগস্টে শাহাদাতবরণকারি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তিকামনায় বিশেষ মোনাজাত এবং প্রার্থনাও করেন।