14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া প্রেসক্লাবের নির্বাচনে নয়ন সভাপতি আরিফ সাধারণ সম্পাদক নির্বাচিত

Brinda Chowdhury
January 31, 2020 1:54 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বগুড়া প্রেসক্লাবের ২০২০ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের দুটো প্যানেলের মধ্যে নয়ন-আরিফ প্যানেল জয়লাভ করেছে। বগুড়া সাংবাদিক ইউনিয়ন মনোনিত এই প্যানেলের সভাপতি প্রার্থী মাহমুদুল আলম নয়ন (জনকন্ঠ) ১০৮ ভোট পেয়ে রির্বাচিত হয়েছেন।

এপদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রেজাউল হাসান রানু (বগুড়া), পেয়েছেন ৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে আরিফ রেহমান (এসএ টিভি) ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এপদে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সুমনা রায় (চাঁদনী বাজার) পেয়েছেন ৭০ ভোট আর অপর প্রার্থী সবুর শাহ লোটাস (দুরন্ত সংবাদ) পেয়েছেন ৩৯ ভোট।

৩০ জানুয়ারি বৃহস্পতিবার প্রেসক্লাবে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। এরপর গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক ফলাফল ঘোষনা করেন।

নির্বাচনে অনান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি সহ-সভাপতি পদে আব্দুস সালাম বাবু (আলো প্রতিদিন), আব্দুল মোত্তালেব মানিক (কালের খবর), এস এম কাওছার (সমকাল), যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু (আলো প্রতিদিন), সাজ্জাদ হোসেন পল্লব (প্রভাতের আলো), দপ্তর সম্পাদক শফিউল আযম কমল (জনকন্ঠ), কোষাধ্যক্ষ কমলেশ মোহন্ত শানু (বৈশাখী টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মেহেরুল সুজন (যমুনা টিভি), ক্রীড়া সম্পাদক ইলিয়াস হোসেন (ভোরের দর্পন), পাঠাগার সম্পাদক পদে এইচ আলিম (বণিক বার্তা) , কার্যনির্বাহী সদস্য জে এম রউফ (দেশ টিভি), তানসেন আলম (বাংলা বুলেটিন), মিলন রহমান (ভোরের দর্পন), প্রদীপ ভট্টাচার্য্য শংকর (করতোয়া), আব্দুর রহিম (মুক্তবার্তা/খোলা কাগজ), ইনছান আলী শেখ (নোতুন খবর), লতিফুল করিম (মাই টিভি), প্রবীর মোহন্ত(সংবাদ প্রতিদিন), ফরহাদুজ্জামান শাহী (চ্যানেল২৪) নির্বাচিত হয়েছেন।

এ বগুড়া প্রেসক্লাবের নির্বাচনে বগুড়া সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া নামে পৃথক দুটো সংগঠনের পক্ষ দুটো প্যানেলে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা ভোটযুদ্ধে অবতীর্ণ হয়।

http://www.anandalokfoundation.com/