বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামি আব্দুল সালামকে (৩০) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আব্দুল সালাম উপজেলার খামারকান্দির কালেরপাড়ার আয়নাল প্রামাণিকের ছেলে।
রোববার (১৫ মে) ভোরে নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
শেরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত জানান, আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সেকেন্দার নামে অপর এক আসামিকে কারাগারে পাঠানো হয়।