14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ শৈলকুপায় আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প

Brinda Chowdhury
January 30, 2020 6:41 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পিড়াগাতী গ্রামে আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনে উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, জেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা মোমিনুর রহমান, সদর হাসপাতালের রেজিষ্টার অফিসার রুমানা ইয়াসমিন, নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমান। এছাড়াও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের ১২ জন চিকিৎসক দিনভর ফ্রী-চিকিৎসা সেবা প্রদান করে। এ সময় বিনা মূল্যে প্রায় ১ হাজার রোগিদের রক্তের গ্রুপ নির্নয় ও ঔষধ প্রদান করা হয়।

http://www.anandalokfoundation.com/