14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফুলতলা ইউপি পরিবার কল্যাণ কেন্দ্রে সেবার বদলে বঞ্চনা

admin
June 25, 2016 8:47 am
Link Copied!

হাফিজুল ইসলাম, জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নবাসী সরকারি পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে হতদরিদ্র রোগিরা ওই কেন্দ্রের উপসহকারী সাইফুদ্দিন সিমুলের কাছে অসহায় হয়ে পড়েছেন। এ অবস্থায় চাপা ক্ষোভ বিরাজ করছে স্থানীয় জনমনে। যে কোনো সময় জনবিস্ফোরণ ঘটতে পারে সাইফুদ্দিনসহ সেখানে কর্মরতদের বিরুদ্ধে।

জানা যায়, ফুলতলা ইউনিয়নের সরকারি পরিবার কল্যাণ কেন্দ্রের উপ সহকারী সাইফুদ্দিন সিমুল প্রায় ১০ বছর ধরে সেখানে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন একই জায়গায় চাকরি করার সুবাধে সেখানকার কিছু প্রভাবশালী ব্যক্তির সাথে তার ঘনিষ্ট সম্পর্ক গড়ে ওঠেছে। আর এ সুযোগে সাইফুদ্দিন একের পর এক অনিয়ম-দুর্নীতি করে যাচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রে ঠিকমতো রোগি না দেশে তিনি প্রাইভেট চেম্বার খুলে রোগি দেখছেন। সরকারিভাবে স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগপ্রাপ্ত সাইফুদ্দিন বিনা টাকায় তিনি কোনো রোগি দেখেন না। ফলে দরিদ্র লোকজন সমস্যা পড়েছেন। তাছাড়া প্রাইভেট চেম্বারের রোগি দেখার কারণে অধিকাংশ সময়ই তাকে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পাওয়া যায় না।

সাইফুদ্দিনের অনিয়ম-দুর্নীতির বিষয়ে স্থানীয় শিক্ষক আরমান আলী, মুক্তিযোদ্ধা আব্দুল করিম, আজমল আলী কালা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। ফলে প্রায় সময় সাইফুদ্দিন স্বাস্থ্যকেন্দ্রে আগত লোকজনকে বিভিন্ন ধরণের হুমকি দেন। হয়রানি করেন ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে -এমন অভিযোগ স্থানীয় লোকজনের।

সাইফুদ্দিন সিমুলকে ‘বিয়ে পাগল’ উল্লেখ করে নাম প্রকাশের শর্তে অনেকে বলেন, কিছুদিন আগে ইউনিয়নে আরেকটি বিয়ে করেছেন সাইফুদ্দিন। আর এ আত্মীয়তার মাধ্যমে তিনি ‘শক্তি’ বৃদ্ধি করেছেন বলে বিভিন্ন সময় রোগি ও তাদের স্বজনদের হুমকি দেন।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা পরিবার কল্যাণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা এ.কে.এম আব্দুস সুবাহান বলেন, তদন্ত সাপেক্ষে সাইফুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

http://www.anandalokfoundation.com/