আবু নাসের হুসাইন, ফরিদপুর ব্যুরো: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ১৬ই ডিসেম্বর ২০২১ মহান বিজয় দিবস উপলক্ষে ১০৩ জন বীরমুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় ফরিদপুর পুলিশ লাইন্স হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ফরিদপুর জেলা পুলিশ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার আলহাজ্ব নুর মোহাম্মদ মোল্যা।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হেলাল উদ্দিন ভূইয়া সহ জেলার উর্ধ্বতন পুলিশ অফিসার বৃন্দ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং আলোচনা শেষে ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া বিকাল ৩টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ১৬ই ডিসেম্বর/২০২১ মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশ কর্তৃক প্রীতি ভলিবল খেলায় আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা পুলিশের পুলিশ পরিদর্শক হতে উর্ধ্বতন পুলিশ অফিসার লাল দল ও সাদা দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।