প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সফরে যাচ্ছেন, হোয়াইট হাউসের পক্ষ থেকে মঙ্গলবার অফিসিয়ালি জানানো হয়।
তিনি দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন। জুলাইয়ের মাঝামাঝি এ সফর হবে। তবে সৌদি আরব সফরে গেলেও জ্বালানি নিয়ে বড় কোনো কিছুর সুরাহা হবে না।
জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ১৩-১৬ জুলাই মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। প্রথমে তিনি যাবেন ইসরাইলে। এরপর যাবেন ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে। সর্বশেষ তিনি যাবেন সৌদি আরবের জেদ্দায়। সেখানে তিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন।