সৈয়দ রাকিবুল ইসলাম (ডাসার প্রতিনিধি): বিশ্ব মুসলিম উম্মাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কার্টুন প্রকাশ করা ও ফরাসি প্রেসিডেন্টের বিশ্বনবীর প্রতি অবমানার মদত দেওয়ার জেড়ে ক্ষোভে ফুঁসে উঠেছে সারাবিশ্বের মুসলমান।
তারই ধারাবাহিকতায় মাদারীপুরের প্রতিটি পাড়া- মহল্লায় দফায়-দফায় রাস্তার প্রধান -প্রধান সড়কে বিক্ষোভ করেছেন, প্রত্যেক ধর্মপ্রান মুসুল্লিরা।
আজ ১ নবেম্বর রবিবার বেলা ৩ টার সময় বিক্ষোভ মিছিল করে ডাসার – ভূরঘাটা মহাসড়কের কাজী বাকাই ইউনিয়নের বাঁশতলা মোড়ে।কাজী বাঁকাই তাওহিদী জনতার ব্যানারে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করে হাজারো মুসলিম জনতা।এসময় তারা ফ্রান্স বিরোধী মিছিল উত্তাল হয়ে ওঠে।প্লেকার্ড নিয়ে প্রধান-প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন।
এসময় বক্তব্য রাখেন,দক্ষিণ ডাসারের বেতবাড়ী নূরে জামে মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ শফিকুল ইসলাম এবং মাওলানা মুহাম্মদ মহসিন উদ্দিন। মাওলানা মুহাম্মদ মহসিন উদ্দিন। এসময় তারা উপস্থিত উদ্দেশ্য বলেন, ফ্রান্সের সকল প্রকার পণ্য বর্জন করতে।
বক্তারা আরও বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর অপমান কোনভাবে মেনে নেওয়া হবে না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে নবীর সম্মান রক্ষা করবেন। ফ্রান্স সরকার কে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তা-না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির আয়োজন করা হবে।