প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি আজ সকাল সাড়ে দশটায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্প্রতি মালয়েশিয়া সফর এবং বন্ধ শ্রমবাজার উন্মুক্ত করণে বিস্তারিত তুলে ধরতে প্রেস ব্রিফিং করেছেন। এসময় মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের আমন্ত্রণে গত ০৬ নভেম্বর ২০১৯ তারিখে সে দেশের রাজধানী কুয়ালালামপুরের পার্লামেন্ট ভবনে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমদ এম.পি এবং মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম. কুলাসেগারান এর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ সেলিম রেজা, বাংলাদেশের মান্যবর হাইকমিশনার মহঃ শহীদুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অন্যান্য উর্ধ¦তন কর্মকর্তাগণ। মালয়েশিয়া প্রতিনিধিদলে সে দেশের মানবসম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতু আমির বিন ওমর ও ডেপুটি সেক্রেটারি জেনারেল দাতু কুয়া আবুনসহ অন্যান্য উর্ধ¦তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
বৈঠকে ন্যূনতম অভিবাসন ব্যয়ে কর্মী প্রেরণ, উভয় দেশে রিক্রুটিং এজেন্সির সম্পৃক্ততার পরিধি, মেডিকেল পরীক্ষা এবং কর্মীদের সামাজিক ও আর্থিক সুরক্ষা ও ডাটা শেয়ারিং বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উভয় দেশের মন্ত্রী মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার সম্ভব দ্রুত সময়ে খোলার বিষয়ে ঐক্যমত্য পোষণ করেন। বিশেষ করে, ন্যূনতম অভিবাসন ব্যয়ে কর্মী প্রেরণ এবং কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার বিড়ম্বনা নিরসনের জন্য বাংলাদেশ থেকে বহির্গমনের পূর্বে মাত্র একবার স্বাস্থ্য পরীক্ষা করার বিষয়ে উভয়পক্ষ একমত হন। এছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মীদের চাহিদার কথা সভায় বিশেষভাবে উল্লেখ করা হয়। বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমদ এম.পি ও মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী জনাব এম. কুলা সেগারান এক যৌথ বিবৃতি প্রদান করেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ ও ২৫ নভেম্বর ২০১৯ তারিখে ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। উক্ত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভার পর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ পুণরায় শুরু হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সচিব মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী জনাব মহিউদ্দীন ইয়াসিন এর সাথে 05 নভেম্বর, 2019 তারিখ সাক্ষাত করেন। সাক্ষাতকালে মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মীদের সমস্যাদি, বিশেষতঃ তাদের সামাজিক সুরক্ষা বিষয়ে আলোচনা হয়। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী এ বিষয়ে তাঁর সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী এবং মানবসম্পদ মন্ত্রী উভয়েই মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশী কর্মীদের প্রচুর চাহিদার বিষয় উল্লেখ করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমদ এম.পি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে তাঁর সরকারি বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে বাংলাদেশের মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মীদের জন্য স্থগিত থাকা শ্রমবাজার দ্রুত খুলে দেয়া এবং সেদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এ সৌজন্য সাক্ষাৎকারের সময় মন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ সেলিম রেজা উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ সম্ভব দ্রুততম সময়ে বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্তকরণ বিষয়ে তাঁর আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া, মালয়েশিয়া সফরকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী কর্মীদের জাতীয় পরিচয়পত্র প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন এবং অভিবাসী কর্মীদের সাথে মতবিনিময় এবং তাদের কল্যাণ বিষয়ে খোঁজ খবর নেন।