দেশে চলমান ইস্যুতে মতবিনিময় করতে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের পর এবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, সরকার যেমন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে কাজ করছে, ধর্মীয় নেতারাও নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ, প্রধান উপদেষ্টাকে এই বার্তাটি দিয়েছি।’ আমাদের দেশের সংখ্যালঘুরা নিরাপদে আছেন বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি আরও বলেন,‘গোটা দেশের মুসলমান অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছে। আমরা এটিকে সাধুবাদ জানিয়েছি, ঠিক তেমনি এটি ধরে রাখবার সংগ্রামও চালিয়ে যাচ্ছি।’
রমনা হরিচাঁদ মন্দিরের সহ-সম্পাদক মতুয়া অবিনাশ মিত্র প্রধান উপদেষ্টাকে বলেন, ‘আমরা কখনো কোনো সময় কারো দ্বারা কখনো নির্যাতিত হতে চাই না। যদি কেউ করে তাকে তুলে ধরে বিচার করেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে ঢুকে বিভিন্ন স্বার্থ হাসিলে বিশৃঙ্খলা করতে চায় যে। তাকে খুঁজে বের করতে হবে। আমাদের ভাইকে মেরেছে। কিন্তু এই ভাইকে কে মেরেছে তাকে খুঁজতে হবে। এটাকে পুঁজি করে বাহিরের রাষ্ট্র আমাদের ওপর মাছের আধারের মতো হিন্দুদের ওপরে চড়াও হয়ে একটা বড় কিছু তৈরি করে নিল। এটা আমরা চাই না।’
বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি সুকোমল বড়ুয়া বলেন, ‘আমরা শান্তি-সম্প্রীতিতে বসবাস করতে চাই। একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন করতে চাই। বিদেশি মিশনগুলো, যেসব আন্তর্জাতিক সংস্থা আছে তারাও থাকবে, বিশ্ব যাতে জানে আমরা শান্তি ও সম্প্রীতিতে আছি।’
প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক শান্তি সম্মেলন করার আহ্বান জানিয়েছেন সুকোমল বড়ুয়া।
রমনা সেন্ট ম্যারিজ ক্যাথেড্রালের প্রধান পুরোহিত অলভার্ট রোজারিও বলেন, গতকাল রাজনৈতিক দলগুলো যে কথা বলেছে তার সঙ্গে আমরা একাত্মতা পোষণ করেছি। আমরা একটা স্পর্শকাতর সময় পার করছি। এই সময়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
গারো পুরোহিত জনসন মুরি কামাল বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যেসব মিডিয়া অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করবো। আমরা ঐক্যবদ্ধ আছি। এই সরকারকে আমরা সহযোগিতা করবো।
বৈঠক শেষে উপদেষ্টা মাহফুজ আলম তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে জানিয়েছেন, বাংলাদেশের মানুষ সম্প্রদায়গত দৃষ্টিকোণ থেকে এক জায়গায় এসে মিলিত হয়েছে।
তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে, সম্প্রদায়গত জায়গা থেকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবে বাহিরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্য জনগোষ্ঠীর বিরুদ্ধে নিপীড়ন হলে সেটার বিরুদ্ধে সরকারের অবস্থানকে প্রচার করতে গণমাধ্যমকে আহ্বান জানান তিনি।