14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা

admin
May 24, 2018 10:03 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য দেখা করেছেন বাংলাদেশে সফররত ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া। আজ(বৃহস্পতিবার) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা।ইউনিসেফের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন সংস্থাটির শুভেচ্ছা দূত জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

বৈঠকে ইউনিসেফের প্রতিনিধিদলের সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও এ সময় উপস্থিত ছিলেন। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন এই অভিনেত্রী। বাংলাদেশে সফরে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে রোহিঙ্গা শিশুদের জন্য সোচ্চার হতে জাতিসংঘের হয়ে বিশ্ববাসীর প্রতি আবেদন রেখে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, বিশ্বের কোনো শিশুরই যেন রোহিঙ্গা শিশুদের মতো অবস্থা না হয়।এ সময় মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা শিশুদের আশ্রয় ও শিক্ষার সুযোগ দেয়ায় ইউনিসেফের হয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান জাতিসংঘের এ শুভেচ্ছাদূত।

প্রিয়াঙ্কা বলেন, মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাকে বাংলাদেশ যেভাবে আশ্রয় দিয়েছে তা বিশ্বের জন্য অনুসরণীয়। ক্যাম্পগুলোতে শিশুদের পরিস্থিতি তুলে ধরে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, একটা প্রজন্ম হারিয়ে যেতে বসেছে। রোহিঙ্গারা বিপর্যয়ের মধ্যে আছে । যারা কর্মক্ষম তাদের কাজ নেই। ক্যাম্পের শিশুরা যে শিক্ষার যথাযথ সুযোগ পাচ্ছে না।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের জন্য সব ধরনের সুযোগ করে দেয়া বাংলাদেশের একার পক্ষে কঠিন, তারপরও বাংলাদেশ সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাজ্যে বান্ধবী মেগানের সঙ্গে প্রিন্স হ্যারির বিয়েতে অংশ নেয়ার পর লন্ডন থেকে ঢাকা আসেন এই অভিনেত্রী।

http://www.anandalokfoundation.com/