14rh-year-thenewse
ঢাকা আজ বৃহস্পতিবার আগস্ট 21, 2025
আজকের সর্বশেষ সবখবর

২২ হাজার ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

পিআইডি
August 9, 2023 2:10 pm
Link Copied!

২২ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ভূমিসহ সেমিপাকা ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী।

বুধবার (৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২২ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ভূমিসহ সেমিপাকা ঘর হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রীর ঘর পেয়ে অনেকেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন ও আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে পাবনার ভ্যানচালক আব্দুর রাজ্জাক তার বক্তব্যে বলেন, আমি কোনোদিনই ভাবিনি যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে পারব। আমি একজন ভ্যানচালক। আমি আপনার স্বপ্নের উপহার দুই শতক জায়গাসহ ঘর পেয়ে খুবই খুশি, খুবই আনন্দিত। আমার দাদা-দাদির কোনো জায়গা-জমি ছিল না। ওয়াপদার বাঁধের গড়ানে আমরা একটা ছাপরা ঘর তুলে থাকতাম। সেখানে শোলা-কাথা ও কাগজ দিয়ে বেড়া দেওয়া থাকত। যখন বৃষ্টি আসতো তখন আমরা ভিজতাম। আমাদের খুব কষ্ট হতো।

তিনি বলেন, আমাদের পায়ের তলায় মাটি ছিল না। আপনি আমাদের দুই শতক জায়গা দিয়েছেন। আমরা ভূমিহীন-গৃহহীন থাকায় মানুষ আমাদের কত লাথিগুঁতা দিত। মানুষ আমাদের অবহেলা করতো, দেখতে পারতো না। আল্লাহকে শুধু বলতাম, ‘তুমি আমাদের একটা ব্যবস্থা করে দাও। আমরা যেন সুখে-শান্তিতে দিন কাটাতে পারি’। সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন।

আব্দুর রাজ্জাক আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের দুই শতক জায়গায় ঘর করে দিয়েছেন। বাবা-মা যা করে দিতে পারেনি, আপনি সেটাই করে দিয়েছেন। আপনি আমাদের মায়ের মতো। আমি দোয়া করি, আল্লাহ আপনাকে সারাজীবন আমাদের পাশে থাকার তৌফিক দান করুক। মা আপনি বারবার ক্ষমতায় থাকেন, আপনি আমাদের পাশে এসে দাঁড়ান। মা আপনার দেওয়া ঘরের পাশে আমরা শাক-সবজি লাগিয়েছি। আপনাকে দাওয়াত দিলাম, কোনোদিন যদি আপনি সময়-সুযোগ পান আমাদের এখানে এসে একমুঠো ডাল-ভাত শাক-সবজি দিয়ে খেয়ে যাবেন। আমরা খুবই খুশি হবো।

এ সময় ভ্যানচালকের বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা। তার চোখ ছলছল করে ওঠে।

http://www.anandalokfoundation.com/