প্রতিনিয়ত কমছে হিন্দু, বাড়ছে মণ্ডপ। দুর্গা পূজা উপলক্ষে প্রতিবছর কোথাও না কোথাও মন্দির ভাংচুর, হত্যা নির্যাতনে মেতে ওঠে বাংলাদেশ। সেই সময়েই কিছুটা প্রতিবাদে নামে হিন্দুরা। পরমুহূর্তে জাতি সেসব বেমালুম ভুলে গিয়ে আনন্দ মেতে ওঠে। শুধু তাই না প্রতিবছর বাংলাদেশি হিন্দুরা বাড়াচ্ছে পূজার সংখ্যা। জন্মাষ্টমীর মিছিলে লক্ষ লক্ষ সনাতনী রাস্তায় মিছিলে ভীড় করে কিন্তু প্রতিবাদের সময় শত সংখ্যা খুঁজে পাওয়া যায় না। এটাই বর্তমান বাংলাদেশের দুর্বল, বিবেকহীন হিন্দু জাতি। প্রতিনিয়ত কমছে হিন্দু, বাংলাদেশে প্রতিনিয়ত কমছে হিন্দু,বাড়ছে দুর্গাপূজা।
গত পাঁচ বছরের হিসাবে দেখা যাবে ২০১৯ সালে ৩১,৩৯৮টি (পূর্বের বছর থেকে বৃদ্ধি পেয়েছে ৩৩৮টি মণ্ডপ; ঐ বছর ১৯ জেলায় প্রতিমা ভাঙচুর হয়)। ২০২০ সালে ৩০,২১৩টি (কোভিড-১৯ থাকার কারণে হ্রাস পায় ১,১৮৫টি মণ্ডপ)।
২০২১ সালে ৩২,১১৮টি (পূর্বের বছর থেকে বৃদ্ধি পেয়েছে ১৯০৫টি মণ্ডপ; ঐ বছর ২২ জেলায় ৩শ পুজা মন্ডপ ভাঙচুর,পাঁচ জন হত্যা ও হাজারো বাড়িঘর ভাংচুরের পাশাপাশি নির্যাতন, নিপীড়ন, শোষণ, অগ্নিসংযোগ, শ্লীলতাহানিসহ পাঁচ জন হত্যার মতো নানাপ্রকার অপ্রীতিকর ঘটনায় সারাদেশ তোলপাড় হয়। ২০২১ সালে দুর্গাপূজাকালীন কুমিল্লার মন্দিরে পরিকল্পিতভাবে কোরআন রেখে দাঙ্গা সৃষ্টি করে ৩শ পুজা মন্ডপ ভাংচুর, হাজারো হিন্দুর বাড়িঘর ধ্বংস ও পাঁচজন হিন্দু হত্যার মূলহোতা মোহাম্মদ ইকবাল হোসেনকে মাত্র ১৬ মাস কারাদন্ড শেষে মুক্তি দিয়েছেন আদালত। হনুমানের পায়ে কোরআন রাখার ঘটনায় পাঁচ হিন্দু হত্যা, সারাদেশে দুর্গা মণ্ডপে নৃশংসতার অপরাধে মাত্র ১৬ মাস কারাদণ্ড। আর হিন্দুরা অপরাধ না করেও নির্যাতন নিপীড়ন, আজীবন জেলে পঁচে মরতে হয়।
২০২২ সালে ৩২,১৬৮টি (পূর্বের বছর থেকে বৃদ্ধি পায় ৫০টি মণ্ডপ)। আর চলতি বছর ২০২৩ সালে ৩২,৪০৭টি (পূর্বের বছর থেকে বৃদ্ধি পেয়েছে ২৩৯টি মণ্ডপ)।
গত ৫ বছরে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার বদলে হ্রাস পেয়েছে (জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুসারে)। গত ৫ বছরে হিন্দুদের সম্পত্তির পরিমাণ হ্রাস পেয়েছে (সাংগঠনিক তথ্য অনুসারে)।
চলতি বছর ২০২৩ সালে ইতোমধ্যে বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর শুরু হয়েগেছে। সুতরাং সর্বদা সুষ্ঠ ও সুন্দরভাবে পূজা উদ্যাপন হয়-এই কথা মেনে নেয়া যাচ্ছে না। অর্থাৎ আমরা দেখছি যে, জনসংখ্যা বৃদ্ধি, আর্থিক উন্নতি কিংবা সুষ্ঠ ও সুন্দরভাবে পূজা উদ্যাপনের মতো বিষয়কে কেন্দ্র করে দেশে পূজামণ্ডপ বৃদ্ধি পাচ্ছে না।
তাহলে পূজামণ্ডপ বৃদ্ধির মূল কারণ কী হতে পারে?
বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমলেও ধর্মীয় অনুষ্ঠান বেশী দেখানো মানে ধর্মীয় স্বাধীনতা ভোগের প্রমাণ দেখানোর কৌশল। যেকোন উপায়ে বিভেদ কলহের মাধ্যমে ধর্মীয় সংখ্যাগুরুরা পূজা মন্ডপ বেশী হওয়ার প্রেরণা উৎসাহ জুগিয়ে থাকে।
আমাদের সমাজে আমরা প্রতিনিয়ত আত্মকলহের কারণে বিভক্ত হচ্ছি। কমিটিতে সমস্যা, পূজার সার্বিক ব্যবস্থাপনায় সমস্যা, হিংসা, অহংকার, বিদ্বেষ ইত্যাদি। এগুলো ছাড়া পূজামণ্ডপ বৃদ্ধি পাওয়ার কোনো পজেটিভ কারণ দেখা যায় না।
বাংলাদেশে পূজামণ্ডপ বৃদ্ধিতে হিন্দু সমাজের লাভ নাকি ক্ষতি?
পূজামণ্ডপগুলিতে দেখা যায় সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান কম। বেশিরভাগ জায়গায় অপসংস্কৃতি, উদ্ভট ডিজে ড্যান্স। ফলে যেমন অত্যাধিক অর্থদণ্ড হচ্ছে, ঠিক সেভাবেই রেশারেশি বৃদ্ধি পাচ্ছে। পূজা আসতেই একটি অদৃশ্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়। যে প্রতিযোগিতায় কোনো ছোট জনগোষ্ঠীর জয় লাভ হলেও সার্বিকভাবে সমগ্র হিন্দু সমাজের পরাজয় হয়। দিন দিন বিভক্ত হওয়ার ফলে আমাদের একতা-শক্তি হ্রাস পাচ্ছে, সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই।
নিজের সন্তানকে ১০০ টাকায় একটা ধর্মীয় বই ক্রয় করে দেওয়ার সময় আমাদের হাতে টাকা থাকে না, কিন্তু হিংসার বশবর্তী অহংকারী হয়ে থেকে আলাদা মণ্ডপ তৈরি করে পূজার নামে ফুর্তি করার সময় ১০,০০০ টাকা ব্যয় করতে কোনো আপত্তি থাকে না। প্রতিষ্ঠিত পূজা-মণ্ডপগুলোতে সমীক্ষা করুন, কতগুলো মণ্ডপে ধর্মীয় গ্রন্থের লাইব্রেরী আছে? সম্পূর্ণ দেশের ১% মণ্ডপে ধর্মীয় লাইব্রেরী নাই। পূজায় কোটি টাকা খরচ করা যাচ্ছে, কিন্তু ভবিষ্যত প্রজন্মের জন্য, ধর্মীয় শিক্ষার অগ্রগতির জন্য লাখ টাকা খরচ করে একটি ধর্মীয় লাইব্রেরী বাংলাদেশের মন্দির কমিটি করতে পারছে না। শুধু আনন্দ-উল্লাস আর প্রসাদ খেয়ে ভবিষ্যত প্রজন্ম রক্ষা হবে তো?
কবে খুলবে চোখ? প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ধর্মান্তর। ধর্ম কেবল আনন্দ উল্লাসের মধ্যে সীমাবদ্ধ রাখার সময় এখন আর নাই। যে জনগোষ্ঠীতে জ্ঞানের প্রসার নাই, সেটিতে যতই আনন্দ-উল্লাস থাকুক না কেন, ধ্বংস অনিবার্য। আজ অন্যজনের সন্তান ধর্মান্তর হচ্ছে, কাল আপনারটাও হতে পারে। সুতরাং রেশারেশি বাদ দিয়ে সাত্ত্বিকভাবে ধর্ম পালন করুন।
আমি পূজায় আনন্দ-উল্লাসের বিরোধী নই, অবশ্যই সেটি উপভোগের অধিকার সকলের রয়েছে, কিন্তু হিংসাত্মক হয়ে উদ্ভট আনন্দ-উল্লাস করা কখনোই ধর্ম নয়।
সমস্ত বাংলাদেশে ২০,০০০ মণ্ডপে পূজা হলে সেটা যথেষ্ট। পূজা উদ্যাপন পরিষদ থেকে প্রতিটি পূজামণ্ডপের জন্য কিছু রেস্ট্রিকশন দিতে পারে। যেমন:
১। পূজায় শ্রদ্ধা থাকে, নম্রতা থাকে, ভক্তি থাকে, শুদ্ধতা থাকে। উৎসবে কেবল আনন্দ থাকে, তাই দুর্গা দেবীর উৎসব নয় দুর্গা পূজা করুন। দুর্গোৎসবের শুভেচ্ছা না বলে দুর্গাপূজার শুভেচ্ছা বলুন।
২। উচ্চ শব্দে মাইক বাজিয়ে শব্দ দূষণ না করে রুচিসম্মত ধর্মীয় সাংস্কৃতিক সন্ধ্যা এবং ধর্মীয় আলোচনা, জ্ঞান বৃদ্ধিতে, যুব সমাজকে সচেতনতামুলক অনুষ্ঠান আয়োজন করুন।
৩। প্রতিটি পূজা মন্ডপে সাত্বিকভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে সঠিক পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে সকলের অঞ্জলি প্রদানের ব্যবস্থা করুন। সমবেত চন্ডী পাঠের আয়োজন করা।(আয়োজকদের অঞ্জলি প্রদান বাধ্যতামূলক)
৪। ধ্যানমন্ত্র অনুসারে প্রতিমা নির্মাণ করতে হবে, থিমের নামে যথেচ্ছা প্রতিমা নির্মাণ করে সেচ্ছাচারিতা করা যাবে না।
৫। পূজায় বাধ্যতামূলক ঢাক ব্যবহার করতে হবে।
৬। মণ্ডপ পরিচালনায় অন্তত ৩০ জন যুবক, ২০ জন পঞ্চাশোর্ধ পুরুষ এবং ১০ জন পঁয়ত্রিশোর্ধ নারী থাকতে হবে। মণ্ডপ নিজেরা রক্ষা করতে না পারলে পূজা করার দরকার নেই।
৭। অন্তত ৫টি সিসিটিভি ক্যামেরা রাখার চেষ্টা করবে।
৮। নেশাদ্রব্য পান কিংবা আসক্ত হয়ে পূজার কোন অনুষ্ঠানে অংশ নেয়া যাবে না।
৯। অশ্লীল ডিজে গান ও নাচ সম্পূর্ণ রুপে নিষিদ্ধ।
১০। অভিভাবকদের প্রতি অনুরোধ, আনন্দের নামে আপনার সন্তান কি করছে, খোঁজ নিন, অশালীন সকল কিছু থেকে তাকে বিরত রাখুন।
একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরাতো দেবী দুর্গার পূজা করছিনা, অন্তত আশিভাগ মন্ডপে দুর্গাকে নিয়ে উৎসব করছি। তাই উক্ত বিধি মেনে দুর্গা পূজা অনুষ্ঠান পালনকারীদের পুরস্কারের ব্যবস্থা ও না মানলে তাদের প্রতি জরিমানার নির্দেশনা রাখলে ভবিষ্যতে সবাই মানতে বাধ্য হবে।
আরও পড়ুন অসাম্প্রদায়িক বাংলাদেশে দুর্গাপূজায় নৃশংসতার ঘটনায় বিশ্ব