অফিস চলাকালীণ সময়ে কক্ষে প্রবেশ করে পৌর কর্মচারীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় পৌর কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে জেলার গৌরনদী পৌরসভার পানি শাখায়।
পানি শাখার কর্মচারী ও উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি সদ্য প্রয়াত মহিউদ্দিন খন্দকারের ছোট ভাই গিয়াস উদ্দিন খন্দকার অভিযোগ করে বলেন, মঙ্গলবার দুপুরে অফিস কক্ষে অবস্থান করছিলাম। এরইমধ্যে গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া আমার কক্ষে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে আমার ওপর অর্তকিতভাবে হামলা চালায়। উপর্যপুরি কিল-ঘুষি ও চর থাপ্পর মেরে আমাকে আহত করা হয়।
তবে কি কারনে হামলা হয়েছে জানতে চাইলে গিয়াস উদ্দিন বলেন, ধারনা করছি ব্যক্তিগত আক্রোস থেকে বিএনপি নেতা ফরিদ মিয়া আমার ওপর হামলা চালিয়েছে। তবে হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া বলেন, এধরনের কোন ঘটনার সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই।