৯ মে সোমবার পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে অবস্থিত সোভিয়েত সেনা সমাধিক্ষেত্রে ফুল দিতে যান পোল্যান্ডে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রেভ।
কিন্তু এ সময় ইউক্রেন যুদ্ধ বিরোধী ও রাশিয়া বিরোধী বিক্ষোভকারীরা রাষ্ট্রদূতকে লক্ষ্য করে লাল তরল রঙ ছুড়ে মারে। বুধবার তারা রাশিয়ায় নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত ক্রাজতোফ ক্রাজওয়েস্কিকে ডেকে পাঠায়।
এ ঘটনার জন্য পোল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছে রাশিয়া। সঙ্গে হুশিয়ারি দিয়েছে ভবিষ্যতে এরকম হলে তারা প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে।