বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক শ্রী নির্মল কুমার চ্যাটার্জী ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রবীণ রাজনীতিবিদ প্রণব মুখার্জীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
নেতৃদ্বয় প্রণব মুখার্জির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধুকে হারালো। তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান ও বাংলাদেশের প্রতি তাঁর অকৃত্রিম সহযোগিতা, সহমর্মিতা ও সংবেদনশীলতা বাংলাদেশের জনগণ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।